এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: হজরত মুহাম্মদ সা. সম্পর্কে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার কলকাতা উত্তাল হয়ে ওঠে। ধর্মতলার রাণী রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে শামিল হন। এদিন দুপুর ১ টায় সমাবেশের নির্ধারিত কর্মসূচি থাকলেও বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট এলাকা প্রতিবাদী জনতার ভিড়ে ভরে ওঠে। হাজার হাজার মানুষের প্রতিবাদে গর্জে ওঠে কলকাতা। এ দিন প্রতিবাদ মিছিলটি কলকাতার ঐতিহাসিক টিপু সুলতান মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং হয়ে রাণী রাসমণিতে পৌঁছায়। এখানে এক বিক্ষোভ সমাবেশে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার কুমন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে গ্রেফতার দাবি করেন।
ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, জমিয়তে আহলে হাদিসের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক আলমগীর সরদার, পীরজাদা সৈয়দ আতিফ আলী আল কাদেরী, শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী সত্যরূপানন্দ, সমাজকর্মী অনন্ত আচার্য, সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাশেমি, বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, পীরজাদা সৈয়দ তাহফিমুল ইসলাম, পীরজাদা খোবায়েব আমীন, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, বেডসের রাজ্য সম্পাদক সাজাহান মন্ডল-সহ রাজ্যের বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ ও সংখ্যালঘু যুব ফেডারেশনের কেন্দ্রীয়, জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব শামিল হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct