আপনজন ডেস্ক: যেটার আশঙ্কা ছিল সেটাই ঘটলো। ইউক্রেনের অন্যতম নামি শহর সেভেদোনেৎস্ক থেকে বাইরে বেরিয়ে আসার সব পথ কার্যত বন্ধ করে দিল রাশিয়ার সেনারা। এদিন এমনটাই জানিয়েছেন ইউক্রেনের আঞ্চলিক গভর্নর সেহরি হাইদাই। এ বিষয়ে এদিন তিনি বলেন,'অবরুদ্ধ সেভেদোনেৎস্ক শহর অভিমুখে যে তিনটি সেতু ছিল, তার সবগুলোই ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা। এর ফলে এখন এই শহরটি অন্যান্য শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশ সেনারা এখন আমাদের এই শহর পুরোপুরি দখলে নিতে না পারলেও, অন্যান্য শহর থেকে আমরা একেবারেই বিচ্ছিন্ন এবং বিধ্বস্ত হয়ে পড়েছি। সেভেদোনেৎস্ক শহরে ঢোকার পথে তিনটি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় সেখানকার নাগরিকদের বাইরে বের করে আনা কিংবা তাদের খাওয়া-দাওয়া বাইরে থেকে এনে জোগান দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া ওই অঞ্চলে রুশ সেনার ভারী বর্ষণের কারণে সাধারণ মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যেই রয়েছে। জানা গিয়েছে রাশিয়া সেভেদোনেৎস্ক ও তার নিকটবর্তী শহর লিসিচানস্ক নিজেদের নিয়ন্ত্রণে নিলে পুরো লোহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেবে রাশিয়া। এ ব্যাপারে রুশপন্থী এক বিচ্ছিন্নতাবাদী নেতা বলেন, পূর্বাঞ্চলীয় এই নগরী ইউক্রেনের সেনাদেরকে আত্মসমর্পণ করতে হবে, অথবা মরতে হবে। সেখানে এ ছাড়া তাদের আর কোন বিকল্প নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct