এহসানুল হক, বসিরহাট, আপনজন: নিজে হাতে জমা নিলেন আদিবাসীদের বিভিন্ন প্রকল্পের আবেদন পত্র। তারপর নিজেই ফ্রম দেখে সংশোধন করে দিলেন বসিরহাট দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঐকান্তিক উদ্যোগে সোমবার প্রত্যন্ত এলাকায় বিশেষ দুয়ারে সরকার শিবির চালু হল। চলবে চারদিন ধরে।
বসিরহাট ২ নং ব্লক টিম সদস্যদের নিয়ে সোমবার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত খড়িডাঙ্গা প্রাইমারি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বসিরহাটের দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব চক্রবর্তী। সকলের উপস্থিতিতে ১২০ জন সমাগমের মধ্যে ৮০ জনকে দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা দেওয়া হয়। আগামী দিন গুলোতেও আদিবাসী ও প্রান্তিক মানুষদের জন্য বিশেষ শিবির ও ভ্রাম্যমাণ ক্যাম্প। জনগণের পরিষেবার দেওয়ার মাধ্যমে চলবে দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্প। এদিনের আদিবাসী শিবিনে সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব চক্রবতী বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তপশিলি জাতি উপজাতি ও আদিবাসীদের জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছি যাতে তারা বিশেষ সুবিধা নিতে পারেন। এদিনের ক্যাম্প বসিরহাটের রাজেন্দ্রপুরে অনুষ্ঠিত হলেও এই ব্লকের আরো বিভিন্ন জায়গায় এইরকম বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা নেওয়অ হয়েছে। এদিনের এই আদিবাসী শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর পঞ্চায়েত প্রধান, বসিরহাট দুই নম্বর ব্লকের যুব সভাপতি সমীর বাছাড়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছেন তিনি আমি সাধুবাদ জানাই। পাশাপাশি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আদিবাসীদের পাশে বসিয়ে নিয়ে ভুলভ্রান্তি ঠিক করে দিলেন তাকেও আমরা সাধুবাদ জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct