নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: বিশ্বনবী সা. কে বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের পিরপ্রেক্সিতে আজ বিশ্বজুড়ে প্রতিবাদের ঢেউ। বাদ যায়নি আমাদের রাজ্য। রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে সঙ্গে মালদায় কালিয়াচকেও প্রতিবাদে শামিল হয়েছেন সংখ্যালঘুরা। হজরত মুহাম্মদ সা.-এর বাণী তুলে ধরে মিছিলে সম্প্রীতির বার্তা দেওয়অর পাশপাশি কালিয়াচক-১ ব্লক প্রশাসনের কাছে সোমবার ইমাম ও মোয়াজ্জেনরা নূপুর শর্মার অবিলম্বের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি পেশ করলেন।
এদিন ইমাম ও মোয়াজ্জিনদের পক্ষে মহম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘নূপুর শর্মা সহ দুই জনের মন্তব্যেআমরা আঘাত পেয়েছি। আমরা চাই তাদেরকে গ্রেফতার করে বিচার হোক। এই ঘটনার আমরাও তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়। মানবতা আর সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের ঐতিহ্য। তাই এইরকম কটূক্তির জন্য তাদের গ্রেফতার করে উপযুক্ত বিচারের আবেদন জানাই। প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ ও কেন্দ্রের নিকট এই বার্তা পৌঁছে দিতে চাই।’ কালিয়াচক-১ ব্লকের বিডিও সেলিম হাবিব সর্দার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বাংলার মানুষের চিরাচরিত ঐতিহ্য। কেউ যাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত না পায় তার জন্য শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে সৌভ্রাতৃত্ব বজায় তাকে সেটাই লক্ষ্য। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে ব্লক প্রশাসনের উদ্যোগে শনিবার শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ইমামদের তরফে দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠায়ে দেব।’ এদিন ব্লক অফিসে স্মারকলিপি গ্রহণের সময় বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক থানার আইসি উদয়শঙ্কর ঘোষ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct