নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদিয়ার নাকাশিপাড়ায় হজরত মুহাম্মদ সা.কে কটূক্তি করায় তার প্রতিবাদে মুসলিম সমাজের মানুষ একটি প্রতিবাদ সভা বার করে। সেই প্রতিবাদ সভার দলের লক্ষ্য করে একদল যুবক জয় শ্রীরাম স্লোগান তুললে শুরু হয় তর্ক বিতর্ক। তারপর দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে একদুল দুষ্কৃতী বেথুয়াডহরি বাজারে বেছে বেছে মুসলিম দোকানগুলিতে ভাঙচুর করে। এমনকী বাড়ি ফেরার পথে ট্রেন থেকে দৃষ্কৃতীরা নামিয়ে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী আসে। দফায় দফায় পুলিশের সঙ্গে উগ্র হিন্দুবাদের সঙ্গে বচসা বাধে। রবিবার নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ নুপুর শর্মা ও নবীন জিন্দাল গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল বার করে সেই মিছিল কে ঘিরে রণক্ষেত্র হয়। বীরপুর মোড়ের কাছে ওই মিছিলকে লক্ষ্য করে ছাদের উপর থেকে পাথর ছোড়ে বলে অভিযোগ। বচসাকে কেন্দ্র করে ভাঙচুর হয় বেশ কিছু দোকান। পথে আক্রান্ত হন অনেকে। স্থানীয় সংখ্যালঘুদের অভিযোগ, ঝাড়খণ্ড থেকে বাড়ি ফিরছিলেন পাটকে বাড়ি মসজিদের ইমাম। তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। এই ঘটনায় একাধিক যুবক আহত হয় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। নাকাশিপাড়া থানার পুলিশ ৩৫জনকে আটক করে আদালতে পাঠায়।
গতকাল থেকেই নাকাশিপাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করে।প্রতিবাদ মিছিলকে ঘিরে কার্যত রণক্ষেত্র চেহারা নিল নদিয়ার নাকাশিপাড়া ব্লকের। জেলা পুলিশ অবশ্য পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তবে, এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। প্রশাসনের তরফে শান্তি রক্ষার আহ্বান জানানো হয়েছে। দুষ্কতৃতদি েকড়া হাদে দমনেরও হুঁশিয়ারি দেওয়অ হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct