আব্দুস সামাদ মন্ডল, পুনিশোল, আপনজন: ফের পুনিশোল! এবছর মাধ্যমিকে ৬৬১ পেয়ে তাক লাগিয়ে দেয় আলতামাস আর এবার ঐ একই গ্রামে থেকে উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে মুখ উজ্জ্বল করল রহমতুল্লাহ ৪৭৮ পেয়েছে এবং সে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করতে চাই। রহমতুল্লাহ বলে, বিভিন্ন কাগজপত্র জন্য বিভিন্ন দপ্তরে সাধারণ মানুষকে ছুটে নাজেহাল হতে হয়। এই নাজেহাল থেকে বাঁচতে আমি এই কাজটি জনসাধারণের জন্য করতে চাই। রহমতুল্লাহর বাবা মোহাম্মদ হোসেন দিনমজুরের কাজ করেন তাতে যা উপার্জন হয় তাদের পাঁচ জনের সংসার এই সব টাকা শেষ অপরদিকে এমএসকে মাদ্রাসার শিক্ষকের মেয়ে খাদিজাতুন মল্লিক ৪৭৩ পেয়ে নার্সিং নিয়ে পড়ে মানব সেবা করতে চাই। খাদিজার কথায় আমি দেখেছি চিকিৎসার জন্য মানুষ কত অসহায় তাই আমি নার্সিং করে মানুষের সেবা করতে চাই। খাদিজার বাবা পেশায় মাদ্রাসার শিক্ষক যা বেতন পায় তাদের চারজনের সংসার চালাতে হিমশিম খান খাদিজার বাবা। উল্লেখ্য খাদিজার ভাই এবছর আলিম পরীক্ষায় ৭০১ পেয়েছে তার ইচ্ছা শিক্ষক হয়ে মানুষ গড়তে চাই তবে এদের উচ্চ শিক্ষার করা টাকাই বড় বালাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct