আপনজন ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসন টানা সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে চলছে। এই হামলা মোকাবিলায় ইউক্রেন কার্যত বিপর্যস্ত হলেও দেশটিতে মস্কোর ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আনতে যথেষ্ট সক্রিয় কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, যুদ্ধ শুরুর পর থেকে চলতি জুন মাসে রাশিয়ান প্রাণহানির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে চলতি জুন মাসে রাশিয়ান প্রাণহানির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। রবিবার রাতে জাতির উদ্দেশে নিজের ১০৯তম দৈনিক ভাষণ দেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct