আপনজন ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে সেভেরোদোনেৎস্ক শহরে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেন ও রুশ সেনাদের তুমুল লড়াই চলছে সেখানে। এরই মধ্য দেশটির পশ্চিমের তেরনোপিল অঞ্চলের চর্তকিভ শহরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেওয়া অস্ত্র রাখার ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ রোববার চালানো ওই হামলায় ১২ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
হামলার শিকার ওই অস্ত্রভান্ডারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর পাঠানো অস্ত্র রাখা হয় বলে জানিয়েছেন তেরনোপিলের আঞ্চলিক গভর্নর। কৃষ্ণসাগরে অবস্থান করা রুশ যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেখানে। এতে অস্ত্রভান্ডারটির আংশিক ক্ষতি হয়েছে। তবে হামলার সময়ে সেখানে কোনো অস্ত্র মজুত ছিল না বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। রয়টার্স অবশ্য স্বতন্ত্রভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। শক্তিশালী রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct