আপনজন ডেস্ক: মেক্সিকোর কুয়ের্নাভাকা শহরে একটি ঝুলন্ত সেতু উদ্বোধন করতে গিয়েছিলেন মেয়র হোসে লুইস উরিওস্তেগুই। ঠিক ওই সময় সেতুটি ভেঙে মেয়রসহ ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এতে অনেকের হাত-পা ভেঙেছে। এমন ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে মেয়রকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে, মেয়র হোসে লুইস উরিওস্তেগুই তার দলবল নিয়ে কাঠ, লোহা ও শিকল দিয়ে তৈরি ঝুলন্ত সেতুটি উদ্বোধন করে এর উপর দিয়ে হেঁটে আসছেন। এসময় মেয়রসহ অন্যরাও সেতু পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে এটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct