আপনজন ডেস্ক: একের পর এক শিক্ষক নিয়োগ মামলায় জোর ধাক্কা খেয়ে চলেছে রাজ্য সরকার। এবার প্রাথমিকে নিয়োগ হওয়া ২০১৭ সালের টেট উত্তীর্ণ ২৬৯জন শিক্ষককে দুর্নীতির অভিযোগে সোমবার বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকার্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। কলকাতা হাইকার্টের বেঞ্চ জানিয়েছে, ২০১৭ সালে টেট উত্তীর্ণদের দ্বিতীয় দফায় যে ২৬৯জনকে নিযোগ করা হয়েছে তা বেআইনি। তাদেরকে বেতন বন্ধের নির্দেশ সহ স্কুলে প্রবেশ নিষিদ্ধ ঘোসনা করা হয়েছে। সেই সঙ্গে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে।
অভিযোগ উঠেছে, এই ২৬৯জন টেট উত্তীর্ণকে এক নম্বর করে বাড়তি নম্বর দেওয়া হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়, ভুল প্রশ্নের জন্য বাড়তি এক নম্বর দেওয়া হয়েছে। কিন্তু কেন বাকি সবাইকে বাড়তি নম্বর দেওয়া হয়নি সেই প্রশ্নও তোলা হয়েছে। এই সমস্ত বিষয়ে সিবিআইয়ের সামনে প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিব ও সভাপতিকে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct