আপনজন ডেস্ক: পিএসজি ছাড়তেই হচ্ছে মরিসিও পচেত্তিনোকে। এ ব্যাপারে দুই পক্ষই একটি ঐকমত্যে পৌঁছেছে বলে জানা গেছে। এর ফলে পিএসজিকে ফরাসি লিগ জেতানোর দুই মাসের মাথায় বিদায় নিতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে। ২০২৩ সালের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি ছিল পচেত্তিনোর। ২০২১ সালের জানুয়ারিতে টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন পচেত্তিনো। প্যারিসে এসেই তিনি জিতেছিলেন ফ্রেঞ্চ কাপ। কিন্তু লিগ জিততে পারেননি। এরপর এবার পেয়েছেন নিজের কোচিং ক্যারিয়ারে প্রথম লিগ শিরোপা। কিন্তু ফ্রেঞ্চ কাপ তো বটেই, চ্যাম্পিয়নস লিগেও তিনি ব্যর্থ। মেসি, নেইমার এমবাপ্পেদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারাটাই কাল হয়েছে পচেত্তিনোর। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পরই পচেত্তিনোর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রথম লেগে ১–০ গোলে জিতেছিল পিএসজি, দ্বিতীয় লেগেও এগিয়ে গিয়েছিল। কিন্তু এরপর যেভাবে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে নিয়েছিল, সেটি পিএসজির গোটা দলের জন্যই ছিল হতাশাজনক। বেনজেমা দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন। এই ব্যর্থতায় সমর্থকেরাও বাজে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct