আপনজন ডেস্ক: বিজেপি মুখপাত্র নূপুর শর্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে উত্তরপ্রদেশ সরকার একের পর এক বিক্ষোভকারীদের বাড়ি ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। সাহারানপুরের পর এবার প্রয়াগরাজে ওয়েলফোয়ার পার্টির নেতা জাভেদ মোহাম্মদের মেয়ে ছাত্র নেত্রী আফরিন ফাতেমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়েছে। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলার বিরুদ্ধে এলাহাবাদ হাইকার্টের প্রধান বিচারপতির সামনে আবেদন করেছিল আইনজীবী মঞ্চ। এতে বলা হয়, বাড়িটি আফরিন ফাতেমার নামে, যা তার বাবা উপহার হিসেবে দিয়েছিলেন। তাই সেটি ভাঙা আইনগতভাবে ঠিক নয়। যদিও উত্তরপ্রদেশে পুলিশ জাভেদের স্ত্রী পারভীন ফাতিমা জাভেদের নামে বেআইন বাড়ি তৈরির নোটিশ ঝুলিয়ে দেয়। তারপর গাউসনগর এলাকায় তার বাড়িটি প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় ৩টি বুলডোজার ও পোকেল্যান্ড মেশিন দিয়ে জাভেদের বাড়ি ভেঙে দেয় প্রশাসন।
একই সঙ্গে আতালা মসজিদের ইমাম আলি আহমেদকে গ্রেফতার করেছে প্রয়াগরাজ পুলিশ। সংবাদমাধ্যমের ক্যামেরায় উঠে আসা ছবিতে দেখা যায়, জাভেদের বাড়ির সদর দরজা ও বাইরের দেয়াল ভাঙার কাজ চলছে। পুলিশের দাবি, শুক্রবার প্রয়াগরাজে নূপুর-মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের ‘মূল পরিকল্পনাকারী’ ছিলেন ওয়েলফেয়ার পার্টির নেতা জাভেদ। প্রসঙ্গত, শুক্রবার প্রয়াগরাজের বিভিন্ন জায়গায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে।সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, কিছু সরকারি কর্মী ও পুলিশ সদস্য জাভেদের বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছেন। ঘরময় ছড়ানো বিভিন্ন জিনিসপত্র, আসবাব। কয়েকজন কিছু আসবাব রাস্তায় এনে ফেলছেন। স্থানীয় সূত্রের খবর, প্রয়াগরাজের পৌর কর্তৃপক্ষ বুলডোজার চালানোর আগের রাতে জাভেদের বাড়ির সামনে একটি নোটিশ ঝুলিয়ে দেয়। তাতে দাবি করা হয়, জাভেদের বাড়ির প্রথম ও দ্বিতীয় তলায় অবৈধ নির্মাণ হয়েছে। তাতে আরো দাবি করা হয়, কেন তাঁর বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হবে না, তা জানতে চেয়ে মে মাসে কারণ দর্শানোর নোটিশ দিলেও জাভেদ জবাব দেননি।
পুলিশ এখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছিল। বাড়ির বাইরে ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্সও ছিল। নিরাপত্তার জন্য প্রায় ১০ হাজার পুলিশ সদস্যের ডিউটি ছিল। সহিংসতার স্থান থেকে জাভেদের বাড়ির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। প্রয়াগরাজ সহিংসতার পর এখনও পর্যন্ত ৩০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন আরও ৩৬ জন দুর্বৃত্তের বাড়িতে বুলডোজার চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।প্রয়াগরাজের পর এবার মোরাদাবাদের দিকে নজর উত্তরপ্রদেশ প্রশাসনের। মোরাদাবাদ জামা মসজিদে জুমার নামাজের পর সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে যোগী সরকার। মোরাদাবাদে প্রশাসন বুলডোজার নিয়ে জামে মসজিদের একাংশ ভেঙে দিতে জামে মসজিদ চত্বরে মুঘলপুরা থানায় পুলিশ বুলডোজার নিয়ে পৌঁছেছে। সিও কোতোয়ালি মহেশচন্দ্র গৌতম বলেন, ‘জামে মসজিদের চারপাশে অবৈধ দখল চিহ্নিত করা হয়েছে। তাদের খালি করার জন্য একদিন সময় দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct