জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: দারিদ্রতাকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করলো পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা হাই স্কুলের ছাত্র মুকেশ কালিন্দী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৭৭। তুন্তুরি সুইসা গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক গ্রাম সারিডি থেকে পড়াশুনো করেই এই সাফল্য। বাবা ও মা পেশায় দিনমুজুর। কাজের জন্য গ্রামে গ্রামে দিন মুজুরী কাজ করেন তারা। এমনই এক দরিদ্র ঘরের ছেলের এই অভূতপূর্ব ফলাফলে স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দা থেকে স্কুলের শিক্ষক- শিক্ষিকারাও। কলা বিভাগ থেকে এই ধরনের ফলাফল করা মুকেশ এর ভূগোল বা ইংরেজী নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও ভবিষৎ এ মাস্টার হিসেবে নিজের কেরিয়ার গড়তে চায় সে। অন্যদিকে বাবা দুর্গাচরণ কালিন্দী ও মা কাজলমণি কালিন্দী জানান, গত দু বৎসর ধরে লকডাউনে সংসার চালাতে অনেক কষ্ট হলেও ছেলের পড়াশুনোর ব্যাপারে কোনো খামতি তারা রাখেননি। পড়াশুনার জোগান দিয়ে গেছেন। দুর্গাচরণ কালিন্দী এর স্পষ্ট কথা ছেলেরা যদি পড়তে চায় তাদের পড়ান, কষ্ট করে পড়ান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct