রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতেই চমক দিল মুর্শিদাবাদ জেলার সুতির অরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকেই রাজ্যের মেধাতালিকায় স্থান করে নিয়েছে দুই ছাত্র। রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে অরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রণিত কুমার দাস পেয়েছেন ৪৯৩ নম্বর ও রাজ্যে নবম স্থান অধিকার করেছে অরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইন্দ্রদীপ ধর। তার প্রাপ্ত নম্বর ৪৯০। রাজ্যে যৌথভাবে ষষ্ঠ স্থান অধিকার করে চমক দিয়েছে অরঙ্গাবাদ হাইস্কুলের ছাত্র প্রণীত কুমার দাস। নিউ বাজিতপুর এলাকার এই ছাত্রের ফলাফল প্রকাশীত হতেই খুশির জোয়ার এলাকায়। জানা গিয়েছে, প্রণীত কুমার দাসের বাড়ি রঘুনাথগঞ্জ থানার লবনচোয়া এলাকায়। কিন্তু সুতি থানার নিউ বাজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকেন তারা। বাবা পেশায় অরঙ্গাবাদ ডিএনসি কলেজের অধ্যাপক। মা নমিতা দাস। এবছর সায়েন্স নিয়ে পড়াশুনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলো ওই ছাত্র। তাতেই কার্যত বাজিমাত করেছে সে এবং রাজ্যে নবম স্থান অধিকার করেছে অরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইন্দ্রদীপ ধর। তার প্রাপ্ত নম্বর ৪৯০। বাড়ি সুতির অরঙ্গাবাদের আশ্রমপাড়া এলাকায়। বাবা প্রদীপ কুমার ধর। পেশায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। মা ইন্দ্ররানী ধর। এক ভাই , এক বোন। প্রণিত ও ইন্দ্রদীপের সাফল্যে উচ্ছ্বাসিত অরঙ্গাবাদ এলাকাবাসী। একই স্কুল থেকে দুই ছাত্র মেধা তালিকায় স্থান করে নেওয়ায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।
অরঙ্গাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লাহিল কাফি জানান, ছাত্রদের জন্য গর্বিত স্কুলের সকলেই। প্রণিত ও ইন্দ্রদীপ দুজনেই অত্যন্ত মেধাবী ছাত্র। ক্লাস ফাইভ থেকেই এই স্কুলে পড়ে তারা। প্রধানশিক্ষক জানান, স্কুলে নিয়মিত ক্লাস হয়, সেই ফল মিলেছে। প্রণিতের বাবা জানিয়েছেন ছেলের ছোট থেকেই ইচ্ছে ডাক্তার হওয়ার। ছেলের রেজাল্ট শুনে খুব খুশি আমরা। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও বেশ পরিশ্রম করে সে, এরপর মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চায় সে । প্রণিত জানিয়েছে, টিউশনের পাশে বাড়িতে নিজে পড়তাম। দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতাম। ইন্দ্রদীপের বাবা প্রদীপ কুমার ধর জগতাইয়ের একটি প্রাথমিক স্কুলের পধান শিক্ষক। তিনি বলেন, আমি ছেলের জন্য গর্বিত। টিউশনের শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ করতাম। ইন্দ্রদীপ জানায় ৫ জন টিউশনের শিক্ষকের কাছের পড়াশোনা করতাম। ভালোবেসেই পড়াশোনা করতাম। দিনে আট নয় ঘন্টার উপরেই পড়াশোনা করেছি। এরপর চিকিৎসক হতে চাই। আগামী দিনে নীট পরীক্ষা দেবে ইন্দ্রদীপ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct