এহসানুল হক, বসিরহাট, আপনজন: অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত সংগঠনের ডাকে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে সচেতনতা সমাবেশ শনিবার অনুষ্ঠিত হল বসিরহাটের গোপালপুর মোড় সংলগ্ন ময়দানে। এই “সচেতন সমাবেশ”-এ হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ভাবে সচেতন সমাবেশ চলে বলে জানিয়েছেন সংগঠন। এদিন উপস্থিত ছিলেন হাফেজ শামসুর রহমান,মুফতী আব্দুল কাইয়ুম সাহেব,মুফতী আব্দুল মাতিন সাহেব,স্বামী সত্যরুপা নন্দ মহারাজ, ভানু সরকার ,মাওলানা রজব আলী সহ আরও অনেকেই। এই সমাবেশকে লক্ষ্য রেখে দূরদূরান্ত থেকে মানুষ সমবেত হয়। বেলা চারটে থেকে বৈকাল ছয়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। অল ইন্ডিয়া সুন্নাত উল জামাতের কর্ণধর মুফতি আব্দুল মাতিন তিনি বলেন, আমরা ইসলাম ধর্মকে ভালোবাসি ইসলাম ধর্ম কখনও মানুষকে কষ্ট দিতে শেখায়নি। আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি নবীজিকে, তার উপরে আঘাত ,এই সহ্য করা যায় না। তবুও বলবো মাথা ঠান্ডা রাখতে হবে। কোন রকম প্ররোচনায় পা দেবেন না। রাস্তা আটকে আন্দোলন নয়। রাস্তায় টায়ার পুড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে কখনো আন্দোলন করবেন না। হাত তুলে মানুষকে অঙ্গীকারবদ্ধ করার তিনি। পাশাপাশি তিনি বলেন, পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান যাতে কোনো দুর্ঘটনা না ঘটে শান্তিপূর্ণ আন্দোলন হয় এটা আমাদের দাবি। সবাইকে প্রশাসনের সাহায্য করতে হবে। এদিন স্বামী স্বরূপানন্দ মহারাজ বলেন, তিনি স্মরণ করিয়ে দেন চৌদ্দশ বছরের আগের কথা। হুযুর সাল্লাল্লাহু সাল্লাম এর কথা, তার আদর্শ তুলে ধরেন। যেমন মহামানব তেমনি তার চরিত্র। তাই এই ধরনের কথা আমরা কোনদিন মেনে নিতে পারবোনা। আমি এই সমাবেশ থেকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান। জামিয়া রাহমানিয়ার ডাইরেক্টর মুফতি আব্দুল মাতিন , হুজুর সাঃ কেন ছয় বছরের বয়সের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বিবাহ করেছিলেন।তার পূর্ণাঙ্গ বিস্তারিত বিবরণ দেন। পাশাপাশি মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct