আপনজন: ম্যাচটা শেষ বলেই মনে হচ্ছিল। ৩ ওভারে ৫৯ রান দরকার শ্রীলঙ্কার। বোলিংয়ে জশ হ্যাজলউড, যাঁকে দেখে মনে হচ্ছিল, টেস্ট খেলতে নেমেছেন। প্রথম ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন এই পেসার। কিন্তু লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা একটু নড়েচড়ে বসলেন। প্রথম বলে এক রান নিলেন চামিকা করুনারত্নে। আগের ১২ বলে ৬ রান নেওয়া শানাকা পরের দুই বলে মারলেন দুই ছক্কা। পরের দুই বলে দুই চার। ১৮তম ওভারে ২২ রান এল। ম্যাচটা জমে গেল। পরের দুই ওভারে যা হলো, তা ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো। ইনিংসের শেষ ১৭ বলে ৫৯ রান তুলে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়াই।স্পেশালি গোল করতে সিদ্ধহস্ত হওয়ায় ও আলাদা করে নজর কাড়ে।’
কথাগুলো বলেছিলেন তাঁর প্রাক্তন কোচ বিনু জর্জ। মহামেডানে কতটা নির্ভরতা দিতে পারেন,এখন সেটাই দেখার। হ্যাজলউডের ওভাবে অপ্রত্যাশিত মার খাওয়ার পর ১৯তম ওভারে বল পেলেন ঝাই রিচার্ডসন। প্রথম বলেই শানাকার ছক্কা। তৃতীয় বলে চার করুনারত্নের, পঞ্চম বলে চার আবার শানাকার। ১৯তম ওভার থেকে এল আরও ১৮ রান। শেষ ওভারে স্বাগতিকদের দরকার ছিল ১৯ রান। বল হাতে পেলেন কেইন রিচার্ডসন। আগের দুই ওভারে ২৬ রান দেওয়া পেসার প্রথম বলেই ওয়াইড দিয়ে বসলেন। পরের বলেই আবার ওয়াইড। কিন্তু প্রথম বৈধ বলে এল মাত্র এক রান। পরের বলে আবার সিঙ্গেল। তৃতীয় বলে চার শানাকার। চতুর্থ বলেও লং অফ দিয়ে আবার চার। শেষ দুই বলে ৭ রান দরকার শ্রীলঙ্কার। পরের বলেই ছক্কা মেরে পঞ্চাশ পূর্ণ করলেন শানাকা। প্রথম ১২ বলে ৬ রান করা শানাকা পরের ১৩ বলে নিয়েছেন ৪৮ রান! শেষ বলে স্বাগতিকদের দরকার মাত্র ১ রান। শানাকাকে কষ্ট করে ব্যাট চালাতে হয়নি। রিচার্ডসন ওয়াইড দিয়ে বসলেন। ম্যাথু ওয়েড থ্রো করায় শানাকারা অভ্যাসবশত দৌড়ও দিয়েছিলেন, কিন্তু ম্যাচ যে এর আগেই শেষ! এর আগে ম্যাচটা মিডল অর্ডারের কারণে হেরে যাওয়ার দশা হয়েছিল শ্রীলঙ্কার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct