বাবলু প্রামাণিক, বারুইপুর, আপনজন: ১৯৯৮ তে রাজ্যে ষষ্ঠ স্থান, ২০২০ সালে রাজ্যে পঞ্চম ও দশম স্থানের পর আবার বারুইপুর হাই স্কুলের ছাত্র ঢুকল রাজ্যে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায়। রাজ্যে নবম স্থান অধিকার করেছে বারুইপুরের ৬ নম্বর ওয়ার্ড চক্রবর্তী পাড়ার বাসিন্দা অভি মণ্ডল। ৪৯০ নম্বর পেয়ে কৃতিদের মধ্যে স্থান পেয়েছে সে। তার এই কৃতিত্বে খুশি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষক, এলাকার লোকজন।
অভি পঞ্চম শ্রেণী থেকেই হরহরিতলায় রামকৃষ্ণ ইন্সটিউটে পড়াশোনা করেছিল। একাদশ শ্রেনীতে সে বারুইপুর হাই স্কুলে ভর্তি হয়। বাবা অমিতাভ মণ্ডল গুয়াহাটিতে কেন্দ্রীয় সংস্থার ডিফেন্সের অ্যাকাউণ্ট বিভাগে কাজ করেন। মা জয়শ্রী মণ্ডল সাধারণ গৃহবধূ। ফেলুদা, ব্যোমকেশ ভক্ত অভির প্রিয় বিষয় ফিজিক্স ও অংক। সে আইজারে পড়ে ফিজিক্স নিয়ে গবেষণা করতে চায়। বাঁধাধরা পড়ার ছক নয়, নিয়মানুবর্তিতাই হল সাফল্যের চাবিকাঠি এমনই জানায় অভি। মা জয়শ্রী মণ্ডল বলেন, ছেলের যেমন ভাবে এগতে চায় তেমনই হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct