আপনজন ডেস্ক: শক্তিশালী রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিদিন ১০০ থেকে ২০০ জন সেনার প্রাণহানি ঘটছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। বৃহস্পতিবার এ তথ্য জানান তিনি। যদিও একই দিন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছিলেন, রাশিয়ার হামলায় প্রতিদিন তাদের ১০০ সেনাসদস্যের মৃত্যু হচ্ছে। আহত হচ্ছেন আরও ৫০০। পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের দখল নিতে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ বাহিনীর অবিরাম বোমা হামলায় চাপে রয়েছেন ইউক্রেনের সেনারা।পোদোলিয়াকের ভাষ্য, দনবাসে পারমাণবিক অস্ত্র বাদে প্রায় সব ধরনের অস্ত্রই ব্যবহার করছে রাশিয়া। এর মধ্যে রয়েছে, ভারী কামান, রকেট উৎক্ষেপণ ব্যবস্থা আর যুদ্ধবিমান। পূর্ব ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সক্ষমতার দিক দিয়ে রাশিয়ার চেয়ে ইউক্রেন বেশ পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কির এই উপদেষ্টা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct