মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: এ বছরে রাজ্যের উচ্চ মাধ্যমিক অষ্টম স্থান পেল চাপড়ার বাসিন্দা সুমায়া খাতুন। হুগলি জেলার গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল সে। তবে, সে আল আমীন মিশনের আবাসিক ছাত্রী হিসেবে সেখানকার পুরো গাইডেন্স পেয়েছে। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সুমায়া খাতুন সাইন্স নিয়ে পড়াশোনা করত সে। উচ্চমাধ্যমিকের অষ্টম স্থান অধিকার করেছে ৪৯১ নাম্বার নিয়ে। সুমায়ার স্বপ্ন ডাক্তার নিয়ে পড়াশোনা করা। মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চ মাধ্যমিকে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করেন।বর্তমানে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সে।বাবা সুরাব উদ্দিন হালসোনা জানান মেয়র স্বপ্ন নিয়ে যেন আগামী দিনে ভালো একটা ডাক্তার হতে পারে। মা সাজিদা হালসোনা জানান মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সে কঠোর পরিশ্রম করেছে। তাই সে উচ্চমাধ্যমিকের অষ্টম স্থান অধিকার করেছে। তার এই অসম্ভব পরিশ্রমের যোগ্য নাম্বার পেয়েছে। তার আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্নে আমরা সর্বদা তার সঙ্গে রয়েছি। সুমায়া তার এই সাফল্যের পিছনে অবদান স্কুলের শিক্ষক শিক্ষিকা দের। সে জানায় যে তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা সর্বদা তাকে সঠিকভাবে গাইড করত। এর পাশাপাশি আল আমিন মিশন এর চেয়ে কোচিং সেখান থেকেও অনেক রকম গাইড পেয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও আল-আমিন কোচিং এর জন্যই তার এত ভালো রেজাল্ট হয়েছে। সুমায়া খাতুন জানায় আমি দিনে ১৬ ঘন্টা পড়াশোনা করতাম। বেশ ভালো লাগছে চাপড়ার মেয়ে হয়ে অষ্টম স্থান অধিকার করার জন্য আগামী দিনে আমার স্বপ্ন পূরণ করার প্রস্তুতি নিচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct