নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: গরিব ঘরের সন্তান হয়ে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় নবম স্থান দখল করে দৃষ্টান্ত তৈরি করেছে গাজোলের ছাত্র শুভম কুণ্ড। এবার তার উচ্চ শিক্ষা নিয়ে চিন্তিত পরিবার। অর্থের অভাবে বাইরে পাঠানো সম্ভব নয়। কোথাও থেকে আর্থিক সাহায্য পেলে হয়ত কলকাতার কোনও কলেজে ভর্তি করা যাবে। সে গাজোল এইচএনএম হাই স্কুলের ছাত্র। বাবা গৌতম কুণ্ডু টোটো চালক। মা লক্ষ্মীরাণী কুণ্ডু এক বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতে সাহায্য করেন। গাজোল গ্রাম পঞ্চায়েতের তুলসীডাঙ্গা গ্রামে বাড়ি শুভমের। আতঙ্কের মধ্যে তাঁরা বসবাস করছেন। রেলের জমিতে টিনের ছাউনির বাড়িতে বসবাস। যে কোনও সময় উচ্ছেদ হয়ে যেতে পারে গোটা পরিবার। তখন কোথায় গিয়ে গোটা পরিবার থাকবে, রাতদিন দুশ্চিন্তায় গোটা পরিবার। শুভমরা ২ ভাই। দাদা প্রীতম কুণ্ডু মৃগী রোগে আক্রান্ত। সুস্থ থাকলে তিনি রঙ মিস্ত্রির কাজ করে থাকেন। এমনই অভাবী ঘরের সন্তান ৯৮ শতাংশ নম্বর পেয়ে গোটা জেলায় দৃষ্টান্ত তৈরি করেছে সে। মোট নম্বর ৪৯০। বংলায় সে পেয়েছে ৯৮, ইংরেজিতে ৯৯, ভূগোলে ৯৯, ইতিহাসে ৯২, রাষ্ট্রবিজ্ঞানে ৯৬ এবং সংস্কৃতে ৯৮। ইংরেজি ও ইতিহাস তার প্রিয় বিষয়। যদিও ইংরেজি নিয়ে সামনে এগোতে চায় সে। ভবিষ্যতে ডাব্লুবিসিএস অফিসার হওয়ার ইচ্ছে তার। পড়াশোনার বাইরে বিশিষ্টদের আত্মজীবনী কিংবা বাস্তুব বিষয়ের ওপর পড়াশোনা করতে সে ভালবাসে। গৃহশিক্ষক থাকলেও তাঁরা বিনে পয়সায় পড়াতেন তাকে। শুভম বলে, ‘পড়াশোনার ব্যাপারে স্কুলের শিক্ষকরা আমাকে খুব সাহায্য করেছন। গৃহশিক্ষকদের অবদান ভোলার নয়। কলা বিভাগই আমার খুব পছন্দের। ভবিষ্যতে ইংরেজি নিয়ে এগোতে চাই।’ প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন বলেন, ‘শুভম আমাদের স্কুলের কৃতী ছাত্র। খুব কষ্ট করে মানুষ হচ্ছে সে। সাধারণ পরিবারের পড়ুয়াদের অনুপ্রেরণা সে। ভবিষ্যতে এভাবেই এগিয়ে যাক, শুভেচ্ছা রইল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct