আপনজন ডেস্ক: মহানবী সা.-এর ভালোবাসা ও সম্মানে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘ফর দ্য লাভ অব দ্য প্রফেট’ শীর্ষক প্রতিযোগিতায় ১০ লাখ দিরহাম (২১ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করা হয়েছে। আয়োজকরা বলছেন, সিরাত তথা মহানবী সা.-এর জীবনী চর্চায় মানুষকে উৎসাহিত করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। এতে অংশগ্রহণ করতে পারবে আগ্রহী দেশি ও বিদেশি সবাই। মহানবী সা.-কে নিয়ে রচিত কবিতা, ইসলামী চিত্রাঙ্কন, ক্যালিগ্রাফি এবং ইসলাম ও মুহাম্মদ সা.-এর বাণীর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন বিভাগে তারা অংশগ্রহণ করতে পারবে।
‘আল-বদর ইনেশিয়েটিভ’ আরব আমিরাতের সংস্কৃতি ও যুব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় প্রতিযোগিতায় সহযোগিতা করছে। সার্বিক সহযোগিতা করছেন ফুজাইরাহের ক্রাউন প্রিন্স। গত সোমবার ফুজাইরাহের ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন হামাদ আল-শারকি এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ক্রাউন প্রিন্স বলেছেন, বর্তমানে মহানবী (সা.)-এর জীবনীচর্চা, তার শিক্ষা ও মূল্যবোধ প্রচারে গবেষণা, সাহিত্য ও শৈল্পিক অভিব্যক্তির মতো বহুমুখী উপস্থাপনের ওপর গুরুত্ব অনেক বেশি। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী পাঠ, ইসলামের ইতিহাস অধ্যয়ন ও ইসলামের শান্তি-সম্প্রীতির শিক্ষা ধারণে তরুণ প্রজন্মের প্রতি মনোযোগী হতে ফুজাইরার শাসক ও আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ হামাদ বিন মুহাম্মদ আল-শারকির নির্দেশনার কথা তুলে ধরেন তিনি। স্থানীয় পর্যায়ে ৬-১০ বছর বয়সী এবং ১১-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীরা দুটি পৃথক বিভাগে অংশগ্রহণ করতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct