মোস্তাফিজুর রহমান, কলকাতা, আপনজন: ৭৫ তম হিরো সন্তোষ ট্রফির ফাইনালে পরিবর্ত হিসাবে মাঠে নামলেন কেরালার,মালাপ্পুরমের ছেলেটি। খেলা গড়াল টাইব্রেকারে। শেষ শটে গোল করতেই হবে,নাহলে ম্যাচ চলে যাবে সাডেন ডেথে। ঠান্ডা মাথায় তিনি বল জড়ালেন জালে। প্রতিপক্ষ বাংলার গোলকিপার লাইনে ঝাঁপিয়েও বলের নাগাল পেলেন না।যেন কাঁটা কম্পাসে মাপা শট। আর এরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা খুবই কঠিন।কিন্তু, সেই কঠিন কাজটাই সহজে করে ফেললেন কেরালার ফজলু রহমান। সেই ফজলু কাল সই করলেন মহামেডান স্পোর্টিংয়ে। জল্পনা ছিলই।অবশেষে শীলমোহর পড়লো তাতেই। ফজলু মূলত রাইট উইংয়ে খেলেন। কিন্তু,গোল করতেও বেশ দক্ষ। কেরালা প্রিমিয়ার লিগে একবার সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন।ওজোনে এফসি থেকে যাত্রা শুরু করে স্যাট টিরুর,গোকুলাম কেরালা হয়ে অবশেষে মহামেডানে।‘ফজলুর বিশেষত্ব হলো, গতির সাথে ড্রিবল করার ক্ষমতা। স্পেশালি গোল করতে সিদ্ধহস্ত হওয়ায় ও আলাদা করে নজর কাড়ে।’ কথাগুলো বলেছিলেন তাঁর প্রাক্তন কোচ বিনু জর্জ। মহামেডানে কতটা নির্ভরতা দিতে পারেন,এখন সেটাই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct