আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের দামোহ জেলা হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চার বছরের এক শিশু। শিশুটির বাবা লক্ষ্মণ আহিরওয়ার অভিযোগ, তাকে বাড়িতে নিয়ে যেতে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি হাসপাতাল। অগত্যা ৪ বছর বয়সী শিশু মেয়ের মরদেহ কোলে করেই বাড়িতে ফিরতে হয় তাকে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
শুক্রবার মৃত শিশুটির পরিবার জানিয়েছে, মেয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য গত সোমবার প্রথমে মধ্যপ্রদেশের বক্সওয়াহা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা মঙ্গলবার তাকে পার্শ্ববর্তী দামোহ জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেদিনই মারা যায় শিশুটি। শিশুটির দাদা মনসুখ আহিরওয়ারের অভিযোগ, মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মীদের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন। কিন্তু তাদের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, অ্যাম্বুলেন্স না পেয়ে আমরা মরদেহকে একটি কম্বলে মুড়িয়ে বক্সওয়াহার উদ্দেশ্যে একটি বাসে চড়ি। কারণ আমাদের কাছে ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করার জন্য যথেষ্ট টাকা ছিল না। কোলে করেই তাকে বাড়ি নিয়ে যাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct