নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সন্মেলন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করলেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার মাত্র ৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ২৭২ জন। প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অধীশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৬ জন। পরীক্ষা দিয়েছে ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। মোট পাশের হার - ৮৫.৫৯%। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এদিন প্রথম দশজনের মেধা তালিকা প্রকাশ করে। প্রথম দশে স্থান পেয়েছেন মোট ২৭২জন। ৪৯৮ পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের পড়ুয়া অদিশা দেবশর্মা। ৪৯৭ পেয়ে দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। চতুর্থ স্থানে সাতজন। পঞ্চম স্থানে রয়েছে ১১জন। উল্লেখ মেধা তালিকায় প্রথমে দশে ২২ জনই একই স্কুলের পড়ুয়া। এমনই অভাবনীয় ফল করেছে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের কৃতীরা। প্রথম দশে স্থান পেয়েছে ২২ জন পড়ুয়া।
প্রথম পাঁচে স্থান পেয়েছে একজন সংখ্যালঘু। পঞ্চম স্থান অধিকার করেছে হুগলির জাঙ্গিপাড়ার দক্ষিণডিহি হাইস্কুলের কেএইচ মুসাইব নওয়াজ। তার বাড়ি বাঁদপুর। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। প্রথম দশে স্থান পাওয়া ২৭২জনের মধ্যে স্থান পেয়েছে ১৭জন সংখ্যালঘু। এদের মধ্যে সাতজন ছাত্র ও ৯জন ছাত্রী। ষষ্ঠ স্থানে আছে তিনজন সংখ্যালঘূ। তারা হল, হুগলির মুক্তারপুর হাই স্কুলের ছাত্র বুলবুল ইসলাম, আলিপুরদুয়ারের শিলাবরিহাট হাইস্কুলের বরষা পারভিন, কোচবিহারের নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের মুশফিকা পারভিন। সপ্তম স্থানে রয়েছে কলকাতার বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের কাজি সামিম হোসেন ও পশ্চিম মেদিনীপুরের পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের পিঙ্কি খাতুন। অষ্টম স্থানে আছে জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের সেখ রাহুল হোসেন, সিউড়ির কালিগতি স্মৃতি নারী শিক্ষানিকেতনের সাহিনা খাতুন, মল্লারপুরের জামালপুর হাইস্কুলের মনিরা খাতুন ও হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের সুমাইয়া খাতুন। নবম স্থানে আছে হুগলির মুক্তারমপুর হাইস্কুলের সৈয়দ মুস্তাক আহমেদ ও উত্তর দিনাজপুরের হেমতাবাদ আদর্শ বিদ্যারয়ের শামসাদ হোসেন। আর দশম স্থানে আছে তমলুকের রাজকুমারি সান্ত্বনাময়ী গার্লস স্কুলে নিফাত রিফা খান, মন্তেশ্বরের মালডাঙা আর এম ইনস্টিটিউশনের নেহা নাসরিন, হুগলির সোদপুর হাইস্কুলের সোহেল মল্লিকও দক্ষিণ দিনাজুপরের সিহল হাইস্কুলের সাবনাজ সুলতানা, হুগলির শ্রীরামপুরের কৈলাসচন্দ্র সাধু খাঁ হাই স্কুলের সৃজা মণ্ডল।
এদিন সাংবাদিক সন্মেলনে ‘আপনজন’-এর পক্ষ থেকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে সংঘলঘু শিক্ষার্থীদের বিস্তারিত পরিসংখ্যান দেওয়ার জন্য অনুরোধ করা হলে (কতো জন সংখ্যালঘু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, পাশের সংখ্যা কতো এবং ছাত্র ছত্রীদের পৃথকভাবে তার পরিসংখ্যান) তিনি এড়িয়ে গিয়ে বলেন ‘এটা এখন আর বলা যাচ্ছে না’ পরে তিনি তথ্য পুস্তিকা দেখে নেওয়ার কথা বলেন৷ উল্লেখ্য সম্প্রতি মাধ্যমিকের ফল প্রকাশের দিন সংশ্লিষ্ট বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ পরিসংখ্যান তুলে ধরে মুসলিম ছাত্রী দের অগ্রগতির জন্য প্রশংসা করেন৷ কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পরিসংখ্যানের বিষয়টি জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান৷ আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না। পাশাপাশি পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে বলে জানান সংসদ সভাপতি। এবছর উচ্চমাধ্যমিকের ফলের রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে ২০ জুন থেকে। ২০ জুন থেকে ১৫ দিন পর্যন্ত এবার রিভিউর জন্য আবেদন জানানো যাবে অনলাইনেই। পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পেলে ২০ তারিখ মধ্যরাত থেকে রিভিউর আবেদন জানাতে পারবেন। রিভিউ প্রক্রিয়ার জন্য পেনমেন্ট করতে এবার ইউপিআই, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct