আপনজন ডেস্ক: ভ্রমণপ্রিয় বাঙালি বছরের যখন-তখন ঘুরতে যাওয়ার প্ল্যান করে বসেন। কিন্তু বিমানের টিকিটের দাম শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে এবার থেকে সেই দুশ্চিন্তা আর থাকবে না। বেশ কিছু পদ্ধতি অবলম্বন করলে সস্তায় কাটতে পারবেন প্লেনের টিকিট। এবার থেকে টিকিট কাটতে হলে সবার আগে আপনাকে ঠিক করতে হবে ঘুরতে যাওয়ার দিনক্ষণ। আপনার টিকিট কাটা ও যাত্রার সময়ের ব্যবধান থাকুক কমসে কম দু থেকে তিন মাস। কারণ আপনার যাত্রা দিন যত এগিয়ে আসবে টিকিটের দাম কিন্তু ততটাই বাড়বে। তাই ঘুরতে যাওয়ার প্ল্যানের সঙ্গে সঙ্গে তার অন্তত দু তিন মাস আগে প্লেনের টিকিট কেটে নিন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে বিমানের টিকিট কাটবেন ছুটির দিনগুলি ছেড়ে। কারণ ওই দিন গুলিতে আর সাধারণের ঘুরতে যাওয়ার প্রবণতা বেশি থাকে। সেই সুযোগে বিমান সংস্থাগুলি মূলত ছুটির দিনে টিকিটের দাম বেশি রাখে। এগুলির পাশাপাশি সস্তায় বিমানের টিকিট পেতে হলে নজর রাখবেন একাধিক ওয়েবসাইটে। অন্তত দু'চারটে ওয়েবসাইট দেখেই টিকিটের দাম এর তফাৎ বুঝে টিকিট কাটবেন। কারণ এগুলি দাম নির্ভর করে বিমান সংস্থা থেকে ওয়েবসাইটের পাওয়া কমিশনের ওপর। তাই নানান রকম ওয়েবসাইট খদ্দের পেতে নিজেদের মতো বিমানের টিকিটের অফার দেয়।এগুলোর পাশাপাশি সস্তায় টিকিট পেতে টিকিট কাটার সময় ইনকগনিটো ব্যবহার করুন। কারণ ওয়েবসাইটের মত বুকিং সাইট গুলো আপনার ব্রাউজার থেকে পরবর্তী অনুসন্ধান ইতিহাস সংরক্ষণ করে রাখে। বারবার আমরা যদি কোন একটি নির্দিষ্ট রুটের বিমানের টিকিটের দাম বিভিন্ন সার্চ ইঞ্জিনের দেখতে থাকি তাহলে দাম অনেকটাই বেশি দেখাতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct