কুতুবউদ্দিন মোল্লা, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বৃহষ্পতিবার দুপুরে মানবিক ভূমিকায় দেখা গেলো কর্তব্যরত এক পুলিশ কর্মী কে। রাস্তার পাশে ফুটপাথে পড়ে থাকা মরণাপন্ন এক বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেন ক্যানিং থানার এক পুলিশ অফিসার। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ক্যানিং-বারুইপুর রোডের হেলিকপ্টার মোড় এলাকায় বছর ষাট বয়সের ওই বৃদ্ধ অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় তার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল।যার ফলে সাধারণ পথচারীরা উঁকি দিয়ে যে যার গন্তব্যে চলে যাচ্ছিলেন।সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। আচমকা এমন ঘটনা নজর এড়ায়নি ক্যানিং থানার পুলিশ অ ক্যানিং থানার এসআই রনজিৎ চক্রবর্তীর। তিনি পুলিশ গাড়ি থামিয়ে ওই বৃদ্ধ কে স্বযত্নে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মৃতপ্রায় অবস্থায় অঞ্জাত পরিচয় বৃদ্ধের চিকিৎসা শুরু হতেই একটু স্বাভাবিক হয়ে ওঠে ওই বৃদ্ধ।চিকিৎসায় সামান্য স্বাভাবিক হতেই হাসপাতালের বিছানায় বসে ওই বৃদ্ধ জানায় তার নাম বাসুদেব মন্ডল।পিতার নাম শশধর মন্ডল।বাড়ি দক্ষিণ বিষ্ণুপুর এলাকায়।ক্যানিং থানার পুলিশ ওই বৃদ্ধকে জিঞ্জাসাবাদ করে তাকে বাড়িতে ফেরানো উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে ওই বৃদ্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার সম্পূর্ণ দেখভাল করছেন ক্যানিং থানার অফিসার রণজিৎ চক্রবর্তী। তিনি ডিউটির ফাঁকে ফাঁকে ওই ব্যক্তির শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে একাধিকবার হাসপাতালে যাচ্ছেন এবং চিকিসকদের সাথে কথা বলেছে চিকিৎসার বিষয়ে। উল্লেখ্য বিভিন্ন সময়ে পুলিশের ভূমিকা নিয়ে তাঁদের দিকে অভিযোগের আঙুল তুলে থাকেন সাধারণ মানুষ। ঠিক সেই মুহূর্তে পুলিশর এমন মানবিক দৃষ্টান্ত পুলিশ মহলে নজির সৃষ্টি করল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct