এম মেহেদি সানি, কলকাতা, আপনজন: ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। নথিভুক্ত পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৬ জন। পরীক্ষা দিয়েছে ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। মোট পাশের হার - ৮৫.৫৯%। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এদিন প্রথম দশজনের মেধা তালিকা প্রকাশ করে। প্রথম দশে স্থান পেয়েছেন মোট ২৭২জন। ৪৯৮ পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের পড়ুয়া অদিশা দেবশর্মা। ৪৯৭ পেয়ে দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। চতুর্থ স্থানে সাতজন। পঞ্চম স্থানে রয়েছে ১১জন। প্রথম পাঁচে স্থান পেয়েছে একজন সংখ্যালঘু। পঞ্চম স্থান অধিকার করেছে হুগলির জাঙ্গিপাড়ার দক্ষিণডিহি হাইস্কুলের কেএইচ মুসাইব নওয়াজ। তার বাড়ি বাঁদপুর। তার প্রাপ্ত নম্বর ৪৯৪।
প্রথম দশে স্থান পাওয়া ২৭২জনের মধ্যে স্থান পেয়েছে ১৭জন সংখ্যালঘু। এদের মধ্যে সাতজন ছাত্র ও ৯জন ছাত্রী। ষষ্ঠ স্থানে আছে তিনজন সংখ্যালঘূ। তারা হল, হুগলির মুক্তারপুর হাই স্কুলের ছাত্র বুলবুল ইসলাম, আলিপুরদুয়ারের শিলাবরিহাট হাইস্কুলের বরষা পারভিন, কোচবিহারের নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের মুশফিকা পারভিন। সপ্তম স্থানে রয়েছে কলকাতার বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের কাজি সামিম হোসেন ও পশ্চিম মেদিনীপুরের পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের পিঙ্কি খাতুন। অষ্টম স্থানে আছে জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের সেখ রাহুল হোসেন, সিউড়ির কালিগতি স্মৃতি নারী শিক্ষানিকেতনের সাহিনা খাতুন, মল্লারপুরের জামালপুর হাইস্কুলের মনিরা খাতুন ও হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের সুমাইয়া খাতুন। নবম স্থানে আছে হুগলির মুক্তারমপুর হাইস্কুলের সৈয়দ মুস্তাক আহমেদ ও উত্তর দিনাজপুরের হেমতাবাদ আদর্শ বিদ্যারয়ের শামসাদ হোসেন। আর দশম স্থানে আছে তমলুকের রাজকুমারি সান্ত্বনাময়ী গার্লস স্কুলে নিফাত রিফা খান, মন্তেশ্বরের মালডাঙা আর এম ইনস্টিটিউশনের নেহা নাসরিন, হুগলির সোদপুর হাইস্কুলের সোহেল মল্লিকও দক্ষিণ দিনাজুপরের সিহল হাইস্কুলের সাবনাজ সুলতানা, হুগলির শ্রীরামপুরের কৈলাসচন্দ্র সাধু খাঁ হাই স্কুলের সৃজা মণ্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct