আপনজন ডেস্ক: ফের জোর করে জয়শ্রীরাম বলানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গোন্ডায়। গ্রামে গ্রামে ‘সুফী’-র বেশে ঘোরা দুই যুবক সহ তিন মুসলিমুকে কয়েকজন ব্যক্তি তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডার খারগুপুর ডিঙ্গু গ্রামে। যে গ্রামটি পণ্ডিতদের গ্রাম বলে পরিচিত। জানা গেছে, ফকিরের ছদ্মবেশে ঘুরে ঘুরে ওই তিনজন ভিক্ষা করে অর্থ উপার্জন করছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাদেরকে এক যুবক থামায়। প্রথমে তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করে। নাম ঠিকানা ঠিক না থাকলে আধার কার্ড চাইলেও ফকিররা কার্ড দেখাতে রাজি না হলে যুবক ক্ষিপ্ত হয়। একটা লাঠি নিয়ে কান ধরে উঠবস করতে বললে তারা ভয়ে কান ধরে উঠবস করতে থাকে। যুবকটি তখন তাদের জয় শ্রী রাম স্লোগানও দিতে বাধ্য করে। সেসময় দেখা যায় ওই তিনজন জয় শ্রীরাম বলতে বলতেই কান ধরে ওঠবস করছে প্রাণের ভয়ে। তাদেরকে বারে বারে ক্ষমা চাইতেও দেখা যায়। পণ্ডিত প্রধান ওই গ্রামে আর না প্রবেশ করতে হুমকি দেওয়া হয়। গ্রামের অন্যান্য লোকজনকেও যুবকদের সমর্থন করতে দেখা যায়। ভিডিওতে অনেক লোককে গালিগালাজ করতে দেখা গেছে। অনেক মানুষের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়। এই ঘটনার ভিডিও করে গ্রামেরই কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় থানার এসও কুবের তিওয়ারি জানান, এ ঘটনায় বর্তমানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জোর করে জয় শ্রীরাম বলানোর ঘটনা উত্তরপ্রদেশ এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে বজরং দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct