নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বিভিন্ন চাকুরি পরীক্ষার নিয়োগ দূর্নীতির প্রশ্নে জেরবার রাজ্য সরকারের উপর আরও একবার চাপ বাড়িয়ে দুর্নীতির সাথে যুক্ত প্রত্যক্ষ ও পরোক্ষ সকল দোষীদের শাস্তির দাবীতে এবং রাজ্যের বিভিন্ন দপ্তরের লক্ষ লক্ষ শূন্যপদে স্বচ্ছতার সাথে অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার রাজপথে গর্জে উঠল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র ছাত্র-যুব শাখা ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া। প্রসঙ্গত, উল্লেখ্য যে, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সাম্প্রতিক তদন্তে এ রাজ্যের কয়েকজন বর্তমান ও প্রাক্তন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামও জড়িয়ে পড়ছে। সিবিআই জিজ্ঞাসাবাদে উঠে আসছে নানা দুর্নীতির তথ্য। সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তিরস্কার ও তীব্র ভর্ৎসনার স্বীকার হচ্ছেন এসএসসির-র মতো স্বশাসিত নিয়োগ সংস্থার সর্বোচ্চ কর্তা-ব্যক্তিরা । বড় প্রশ্ন উঠে যাচ্ছে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়েই ।
এদিন ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া-র বিক্ষোভ মিছিল থেকে উঠে এল সেই সকল প্রসঙ্গ। এদিন বেলা ১টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বঞ্চিত প্রতারিত ও বিক্ষুব্ধ কর্মসংস্থানহীন ছাত্র-যুবদের মিছিলে সুবিচারের দাবীতে স্লোগান দিতে দিতে রাজভবনের উদ্দ্যেশ্যে রওনা হয়। এদিনের বিক্ষোভ মিছিলে পা-মেলান ফ্র্যাটারনিটির মুভমেন্ট অফ ইন্ডিয়া-র কেন্দ্রীয় সম্পাদক আবু জাফর মোল্লা, ফ্র্যাটারনিটি মুভমেন্টের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মো: আরমান আলি, রাজ্য সম্পাদকবৃন্দ নাসির সেখ, নয়িম সেখ, রিন্টু লোহার, রাজ্য কমিটির সদস্য জুলফিক্কার আলী মোল্লা,আমিনুল ইসলাম। এদিনের মিছিলে আরও পা মেলান ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদকবৃন্দ শাহাজাদি পারভীন, আবু তাহের আনসারি, সেখ মোজাফফর, রাজ্য কমিটির সদস্য মাহিনুর জামান, প্রমুখ। উল্লেখ্য ২০১৬ চাকুরি প্রার্থীরাও আমাদের সঙ্গে মিছিলে পা-মেলান।
এদিনের কর্মসূচী থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সভাপতি মো: আরমান আলি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘রাজ্যের বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদ থাকা সত্ত্বেও আজ বাংলায় নেই নিয়োগের বিজ্ঞপ্তি ! দূর্নীতির সুবিচার চেয়ে, অবিলম্বে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে এবং উচ্চশিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবী সহ ১৪ দফা দাবীতে রাজভবন অভিযান করছি ও মহামহিম রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করছি। এদিনের বিক্ষোভ কর্মসূচী থেকে ছাত্র-যুব সংগঠনটি আওয়াজ তোলে যে, সকল প্রকার স্বজনপোষণ, দূর্নীতি আর চাকরি দেওয়ার নামে তোলা আদায় বা ঘুষ-কাটমানির অপসংস্কৃতি থেকে রাজ্যকে মুক্ত করতে হবে এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই মিছিলে আসা বিভিন্ন ক্যাডার কর্মীদের কে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করেছে আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তীব্র ধিক্কার জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct