অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান। অবশেষে চেয়ারম্যানের আশ্বাসে উঠে যায় পথ অবরোধ স্বাভাবিক হয় পরিস্থিতি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার অন্তর্গত লালমাটি এলাকার ঘটনা। জানা গিয়েছে বালুরঘাট পৌরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। তাই রাস্তা তৈরীর দাবিতে বুধবার বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। রাস্তায় বাঁশ ও গাছ ফেলে দিয়ে পথ অবরোধ করেন এলাকাবাসীরা। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। রাস্তার দাবিতে এর আগেও বেশ কয়েকবার পথ অবরোধ করেছিলেন তারা। তবুও রাস্তাটি সংস্কার করা হয়নি বলেই এদিন ফের পথ অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। তাঁরা দীর্ঘক্ষণ কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। অবশেষে চেয়ারম্যানের আশ্বাসে প্রায় একঘন্টা বাদে উঠে যায় পথ অবরোধ স্বাভাবিক হয় পরিস্থিতি। এবিষয়ে এলাকার বাসিন্দা অজয় মণ্ডল জানান, রাস্তার দাবিতে বারবার আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এর আগে অবরোধ করেছি। পুরসভার তরফে বারবার এসে আমাদের আশ্বস্ত করা হয়েছে দ্রুত রাস্তার কাজ তৈরি শুরু হবে। অথচ আজ ও রাস্তার কাজ শুরু হয়নি। তাই আজ আমরা পথ অবরোধে সামিল হয়েছি। আমাদের লিখিত আশ্বাস দেয়া না হলে আমরা অবরোধ চালিয়ে যাব।
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, আমরা যেদিন দায়িত্বভার নিয়েছি তার পরের দিনই আমরা একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য গঙ্গারামপুরে যাচ্ছিলাম। সেই সময় রাস্তাটির অবরোধের বিষয়ে আমরা জানতে পারি । আমি সেসময় টেলিফোনে এলাকার লোকজনের সাথে কথা বলি এবং তাদের আশ্বস্ত করি যত রাত্রি হোক আমি ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলব। রাতে আমি ওই এলাকায় গিয়ে রাস্তাটি তৈরির বিষয়ে আশ্বাস দিয়ে ছিলাম। তার আগেও আমি দেখেছিলাম এই রাস্তাটি অলরেডি ২০১৯-২০ অর্থবর্ষে অ্যাপ্রুভ হয়ে রয়েছে। তবে কোন ভাবে হয়তো রাস্তাটি তৈরি করা হয়নি। যদিও রাস্তাটি তৈরি করা অত্যন্ত প্রয়োজন। আমি নিজে এর পরে এই বিষয়ে জেলাশাসক এর সাথে কথা বলেছিলাম। আমাকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে বলা হয়েছিল। পুরো প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে পূর্বতন জেলা শাসক পরিবর্তনের নতুন জেলাশাসক কাজে যোগ দিয়েছেন। আমি নিজেই নতুন জেলা শহরের সঙ্গে এবিষয়ে কথা বলবো এবং দ্রুত ফান্ড জাতে রিলিজ করা হয় সেই বিষয়ে অনুরোধ করবো। গ্রামবাসীরা পুরো বিষয়টি বুঝেছেন। খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct