আপনজন ডেস্ক: নিয়মিত অধিনায়ক বিশ্রামে, এবার ভারপ্রাপ্ত অধিনায়ককেও হারিয়ে ফেলল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে লোকেশ রাহুলকে পাচ্ছে না তারা। চোটের কারণে ছিটকে গেছেন রাহুল। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ঋষভ পন্ত।আইপিএলের পর অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের বিশ্রামে দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল ভারত। তবে সিরিজ শুরুর আগের দিন এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে রাহুলের ছিটকে যাওয়ার খবর। রাহুলের সঙ্গে থাকছেন না বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও। বিসিসিআই জানিয়েছে, ডান দিকের কুঁচকিতে চোট পেয়েছেন রাহুল। আর গতকাল সন্ধ্যায় নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে আঘাত পান কুলদীপ। দুজনই এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে মেডিকেল দলের পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসা অনুযায়ী ভবিষ্যৎ ঠিক করা হবে তাঁদের। অবশ্য দুজনের বদলে আপাতত কাউকেই নিচ্ছে না ভারত। আগেই ঠিক ছিল, এ সিরিজে রাহুলের সহকারী হিসেবে থাকবেন ২৪ বছর বয়সী পন্ত। ফলে স্বাভাবিকভাবেই রাহুলের জায়গায় নেতৃত্বে আসছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এবার পন্তের সহকারী হিসেবে ঘোষণা করা হয়েছে হার্দিক পান্ডিয়ার নাম। পন্ত ও পান্ডিয়া—রাহুলের মতো দুজনই সর্বশেষ আইপিএলে নিজ নিজ দলের অধিনায়ক ছিলেন। দিল্লি ক্যাপিটালসকে প্লে-অফে নিয়ে যেতে ব্যর্থ হন পন্ত। পান্ডিয়া অবশ্য প্রথমবার খেলতে আসা গুজরাট টাইটানসকে জিতিয়েছেন শিরোপা। রাহুল এর আগে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করলেও পন্ত কখনোই ভারতের অধিনায়কত্ব করেননি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারত দল:
ঋষভ পন্ত (অধিনায়ক, উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct