আপনজন ডেস্ক: জিততে পারবে না আঁচ করে এবার রাজ্যসভার শূন্য পদে উত্তরাখণ্ডে কোনও প্রার্থী দিল না কংগ্রেস। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন বিজেপি প্রার্থী কল্পনা সাইনি। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর উত্তরাখণ্ডের মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল, দেরাদুনের মেয়র সুনীল উনায়াল গামা এবং রাজ্য বিজেপির মুখপাত্র শাদাব শামসের উপস্থিতিতে উত্তরাখণ্ডের বিধানসভার সচিব মুকেশ সিঙ্ঘল কল্পনা সাইনির হাতে নির্বাচনের শংসাপত্র তুলে দেন। গত শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল এবং সায়নী ছিলেন একমাত্র প্রার্থী। কংগ্রেস কোনও প্রার্থী না দেওয়ায় সায়নীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল। কংগ্রেসের প্রদীপ টামটার রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হবে আগামী মাসে। তারপর দায়িত্ব নেবেন কল্পনা। ৭০ সদস্যের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপির ৪৭ জন, কংগ্রেসের ১৯ জন, বিএসপির ২ জন এবং নির্দলদের ২ জন সদস্য রয়েছেন। ২০১৪ সালে উচ্চকক্ষে নির্বাচিত কংগ্রেসের প্রয়াত মনোরমা ডোবরিয়াল শর্মার পর সায়নী হলেন উত্তরাখণ্ডের দ্বিতীয় মহিলা যিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। সায়নী বলেছিলেন যে তিনি তার দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct