আপনজন ডেস্ক: দীর্ঘদিন পর কংগ্রেস তামিলনাডু থেকে রাজ্যসভার সদস্য পাচ্ছে। তিনি হরেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ২০১৬ সালে, চিদাম্বরম মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় নির্বাচিত হন এবং এই বছরের ৪ জুলাই তার মেয়াদ শেষ হবে। তিনি তাশিলনাডু থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন। শুধু চিদাম্বরম নন, তামিলনাডুর শাসক দল ডিএমকের তিনজন ও বিরোধী দল এআইডিএমকের দুজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান। শুক্রবার ছিল রাজ্যসভার নির্বাচনে আবেদন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচিতদের মধ্যে রযেছেন ক্ষমতাসীন ডিএমকে-র এস কল্যাণসুন্দরম, আর গিরিরাজন এবং কেআরএন রাজেশ কুমার। রাজেশকুমারকেই পুনরায় মনোনয়ন দিয়েছে তাঁর দল ডিএমকে। বিরোধী দল এআইএডিএমকে-র সি ভি শান্মুগাম ও আর ধর্মার এবং কংগ্রেস দলের মনোনীত প্রার্থী পি চিদাম্বরম।
রিটার্নিং অফিসার এবং বিধানসভা সচিব কে শ্রীনিবাসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করেছিলেন।এর ফলে রাজ্যসভায় তামিলনাডুর শাসক দল ডিএমকে-র বর্তমান শক্তি দশজন অপরিবর্তিত থাকবে এবং এআইএডিএমকে-র প্রতিনিধিত্ব ৫ সদস্যের মধ্যে ৪ জন হবে। আর চিদাম্বরম নির্বাচনে জেতার সাথে সাথে, কংগ্রেস দল দীর্ঘ বিরতির পরে রাজ্যসভায় তামিলনাড়ু থেকে একজন সদস্য পাবে। গত ১২ মে নির্বাচন কমিশন ঘোষণা করে, রাজ্যসভায় বিভিন্ন রাজ্যের ৫৭টি শূন্যপদ পূরণের জন্য। আগামী ১০ জুন দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct