মোহাম্মদ সানাউল্লা, রামপুরহাট, আপনজন: মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূক ও বধির দুই যমজ প্রতিবন্ধী বোনকে সংবর্ধনা তুলে দিলেন বীরভূম জেলা শাসক এবং রামপুরহাট মহকুমা শাসক ৷ সোমবার দুপুরে সংবর্ধনা তুলে দেওয়া হয় রামপুরহাট মহকুমা শাসকের অফিসে ৷ জানা গেছে, দু,জনেই নলহাটি দু নম্বর ব্লকের বারা লোহাপুর চারুবালা গার্লস হাই স্কুলের ছাত্রী ৷ বাড়ি বারা গ্রামে ৷ মূক ও বধির প্রতিবন্ধীর নাম সুমি খাতুন প্রাপ্ত নম্বর ৩৯৫ একই ভাবে আরেক বোন রুমি খাতুনের প্রাপ্ত নম্বর ৩৫৩ ৷ প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাফল্যের মানদণ্ড হিসেবে দুই যমজ প্রতিবন্ধী বোনকে উপহার তুলে দেন বীরভূম জেলা শাসক বিধান রায় এবং রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস ৷ একই ভাবে ৬৮৯ নাম্বার পেয়ে রাজ্যে পঞ্চম এবং বীরভূম জেলায় প্রথম স্থান অধিকারী জেনিফার রানাকে উপহার তুলে দেন বীরভূম জেলা শাসক এবং রামপুরহাট মহকুমা শাসক ৷ উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা, নলহাটি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হুমায়ুন চৌধুরী এবং নলহাটি ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct