আপনজন: তৃণমূলে যাওয়ার জল্পনা ওড়ালেন লকেট। দলের অন্দরে থাকা তৃণমূলের এজেন্টদের চিহ্নিত করা হচ্ছে, রাজ্যে আইন শৃঙ্খলায় নিয়ন্ত্রণ নেই মুখ্যমন্ত্রীর, শিক্ষা থেকে স্বাস্থ্য দফতরে দুর্নীতি নিয়ে সরব লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে। কোনো অপরাধের বিচার সঙ্গে সঙ্গে না হওয়ার জন্যেই এমন পরিণতি। যারা আজ এমন নোংরা কাজ করছে তারা জানে আমাদের কোনো শাস্তি হবে না। ফলে যা খুশি তাই করছে। যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিজেদের নিরাপদ মনে করে তাদের এই অবস্থা হলে গ্রাম বাংলার অবস্থা কী? এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও উচ্চ থেকে উচ্চতর শাস্তি দেওয়া উচিত। বাঁকুড়া শহরে গরিব কল্যাণ অনুষ্ঠানে যোগ দিতে এসে এই প্রতিক্রিয়া দিলেন লকেট চট্টোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct