অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: কর্মবিরতিতে শামিল হলেন মহকুমা আদালতে আইনজীবীরা। মহকুমা আদালতের নতুন ভবন তৈরি হলেও এখনো সেই ভবনে স্থানান্তরিত না হওয়ার কারণেই এদিন কর্মবিরতিতে সামিল হন আইনজীবীরা। আইনজীবীদের কর্মবিরতির কারণে স্বভাবতই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুরে অবস্থিত মহকুমা শাসকের দফতর লাগোয়া জায়গায় তৈরি হয়েছে গঙ্গারামপুর মহকুমা আদালতের নতুন ভবন। বর্তমানে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এর দফতর লাগোয়া ভাড়া বাড়িতেই চলছে আদালতের যাবতীয় কাজকর্ম।কয়েক বছর আগে ঐ আদালত ভবন তৈরি হলেও এখনো তা চালু হয়নি। নতুন ভবন তৈরি হলেও কেন এখনও সেটা চালু হলো না তা নিয়ে সরব হয়েছেন আইনজীবীরা। তাই এবার গঙ্গারামপুর মহাকুমার আদালতে নতুন ভবনে কাজকর্ম চালু করার দাবিতে আইনজীবী ও মোহররা কর্মবিরতিতে সামিল হয়েছেন। গঙ্গারামপুর মহাকুমার এডভোকেট বার অ্যাসোসিয়েশনের তরফে ছয় দিনের কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এদিন বুনিয়াদপুরে অবস্থিত মহকুমা শাসকের দফতর লাগোয়া জায়গায় তৈরি হওয়া গঙ্গারামপুর মহকুমা আদালতের নতুন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। এবিষয়ে গঙ্গারামপুর মহাকুমার আদালতের এক আইনজীবী জানান, ভবনটি তৈরি হয়েছে ২০১৫ সালে। কিন্তু আজ পর্যন্ত আমরা নতুন ভবনে স্থানান্তরিত হতে পারছি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct