রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের প্রতি আর্থিক ও সামগ্রিক বঞ্চনার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে সুতি-২ ব্লকে সোমবার তৃণমূল কংগ্রেসের আহ্বানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন সুতির দফাহাট নিমতিতা রেলগেট থেকে অরঙ্গাবাদ বাজার পর্যন্ত বিশাল মিছিল সমগ্র এলাকা পরিক্রমা করে।
এই মিছিলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সুতি-২ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লতিফুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানাজ বিবি, কার্যকরী ব্লক সভাপতি আজমাউর সেখ, যুব ব্লক সভাপতি ওবায়দুর রহমান সিটু, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, আনসার আলী, তিলক দাস ফারহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংসদ খলিলুর রহমান বলেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। একশ দিনের কাজ প্রভৃতি প্রকল্পের প্রাপ্য অর্থ বরাদ্দ থেকে রাজ্য সরকারকে বঞ্চনা করছে এবং একের পর এক জনবিরোধী আইন পাস করে যাচ্ছে এবং বাংলার মানুষকে সব সময় পিছিয়ে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই সব বঞ্চনার প্রতিবাদে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct