বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: সোমবার ডায়মন্ডহারবার ব্লক২ তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে বিকেলে নারায়ণ তোলা থেকে প্রতিবাদ মিছিল শুরু করে সরিষা আশ্রম মোড় পর্যন্ত পায়ে হেঁটে বিক্ষোভে আওয়াজ তুলল তৃণমূল কর্মীরা। পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, ব্লক২ সভাপতি অরুময় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,আইনজীবী তথা যুব নেতা মাহবুবার রহমান গায়েন,কবিরুল ইসলাম,নীতিশ মোদক, মইদুল মোল্লা সহ ব্লক২ সকল প্রধান,উপপ্রধান ও আরও অন্যান্য নেতৃত্ব রা। এদিনের মিছিলে ব্লক২ সভাপতি অরূময় গায়েন বলেন যেভাবে দিনের পর দিন কেন্দ্র সরকার মানুষ মারার রাজনীতি করছে তার কোনো ভাষা নেই, এত মূল্য বৃদ্ধি হলে গরীব মানুষ খাবে কি। বাংলাকে কেন্দ্রীয় সরকার সব দিক থেকে বঞ্চিত করে চলেছে।
রাজ্য সরকারের পাঁচ মাসের একশো দিনের কাজের টাকাও আটকে দিয়েছে, তা সাধারণ মানুষ দেখছে এর জবাব মানুষ দেবে ভোটের বাক্সে। মাহবুবার রহমান গায়েন বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক উপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ মিছিল করা হলো কেন্দ্র সরকার যদি রাজ্যের একশো দিনের কাজের বকেও টাকা না দিলে আরও বৃহত্ত আন্দোলন করবো। যুব নেতা শামীম আহমেদ বলেন কেন্দ্রীয় সরকার নোংরা রাজনীতি খেলতে গিয়ে আমাদের রাজ্যে একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে,অথচ এটা আমাদের রাজ্যের প্রাপ্য। এই গরীব মানুষ গুলো দিন আনে দিন খায়,তারা কাজ করেছে অথচ টাকা পাচ্ছে না,এই ভাবে মানুষের পাওনা টাকা আটকে রাখা যাবে না,তারই প্রতিবাদে এই মিছিল।একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ স্লোগান ধ্বনিত হয় মিছিলে, সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে স্থানীয় বিধায়ক কে সঙ্গে নিয়ে এই পথসভা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct