নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: একটি বিশেষ রাজনৈতিক দল কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে অসহিষ্ণুতা ক্রমশই বেড়ে চলেছে। তাদেরই মদতে সম্প্রতি একের পর এক মসজিদ থেকে শুরু করে খাজা মইনুদ্দিন চিশতী (র.) -এর মাজার শরীফ নিয়ে মিথ্যা জিগির তুলছে একটি বিশেষ সম্প্রদায়। এই পরিস্থিতিতে দেশে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হলে সকল ধর্মীয় নেতাদের একসঙ্গে বসে শান্তির বার্তা দিতে হবে। অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশীন কাউন্সিল এবং অল ইন্ডিয়া একতা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার কলকাতার এক হোটেলে অনুষ্ঠিত এক আন্তর্ধমীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান সুফি সাজ্জাদানশীন কাউন্সিলের জাতীয় চেয়ারম্যান হযরত সৈয়দ নাসির উদ্দিন চিশতী। তিনি খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর বংশধরও। দে নাসিরুদ্দিন বলেন, সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখতে হলে তাই সকল ধর্মীয় নেতাদের একসঙ্গে বসে শান্তি ও মানবতার বার্তা দিতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়নে যুব সমাজে আধুনিক ও উচ্চ শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি
এছাড়াও কাউন্সিলের পশ্চিমবঙ্গের ইনচার্জ ড. সৈয়দ ইকবাল শাহ আল কাদেরী ভালবাসার বাণী ছড়িয়ে দেওয়ার কতা বলেন। উপস্থিত ছিলেন বচন সিং সরাল, স্বামী উওমানন্দ মহারাজ, মণি মহারাজ, বলজিৎ সিং গ্রেওয়াল, সৈয়দ শাহ আতিফ আলী আলকাদেরী, দীনেশ জৈন অগ্রওয়াল, নুর হাসান ওয়ারসি, আহমেদ হাসান ইমরান, মাওলানা সৈয়দ মেহের আব্বাস রিজভী, ভিকো মহারাজ, সৈয়দ আবদুল কাদির ওয়াহিদ পাশা, মুখতার আলী, বিজলি রহমান, এহতেশাম-উল-হক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct