সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কেন্দ্র সরকার এই রাজ্যকে একশো দিনের প্রকল্পে টাকা দিচ্ছে না যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এই রাজ্যের একশ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের । তাই নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল কর্মী সমর্থকরা। ৫ জুন এবং ৬ জুন প্রতিটি ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো । সে মতোই বাঁকুড়া জেলার বড়জোরাতে সোমবার কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠিত হলো মহা মিছিল । যেখানে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা । বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জির নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় । শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকরা নয় এলাকার সাধারণ মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। অলোক মুখার্জী জানান , কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছেন সবদিক থেকে । বিশেষ করে একশো দিনের প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা আটকে দিয়েছে মোদি সরকার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এ রাজ্যের শ্রমিকদের । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো আমরা রাস্তায় নেমে কেন্দ্রীয় সরকারের এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct