সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: এসএসসি-তে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। এই কারণে সোমবার ফের কর্মরত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাশ। বেঞ্চ বদলের প্রথম দিনেই নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিলের নির্দেশ। একইসঙ্গে বেতন বন্ধের নির্দেশও। জানা গেছে, সিদ্দি গাজী নামে এক অঙ্কের শিক্ষকের এবার চাকরি বাতিলের নির্দেশ আদালতের। পাশাপাশি ওই বরখাস্ত শিক্ষকের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। এসএলএসটি নবম-দশমের অঙ্কের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন সিদ্দি গাজী। তবে, মামলাকারী অনুপ গুপ্তার অভিযোগ, নিয়োগ তালিকায় তাঁর থেকে অনেক পরে নাম ছিল সিদ্দি গাজীর। তালিকায় তাঁর থেকে ৭৫ জনের পরে নাম ছিল সিদ্দি গাজীর। অথচ তাঁকে চাকরি দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী শিক্ষিকা অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছে আদালত। পাশাপাশি তাঁর বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে ওই অভিযোগ করেছিলেন শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকার নামে এক চাকরি পরীক্ষার্থী। আর এবার আরও এক মামলায় বরখাস্ত করা হল শিক্ষককে। কলকাতা হাইকোর্টে একটি মামলায় অভিযোগ ওঠে, প্যানেলে ২০০ নম্বরে নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি এক চাকরি প্রার্থী। অথচ ২৭৫ নম্বরে নাম থাকার পরও সিদ্দিক গাজী গণিতের শিক্ষক হওয়ায় বেনিয়মের অভিযোগ উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct