আপনজন ডেস্ক: ইসলামের নবী মুহাম্মদ সা.-কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার আপত্তিকর মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ অনেক মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংস্থা। রবিবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে নিন্দার তথ্য জানিয়ে তার বরাখাস্তের সিদ্ধান্তকে স্বাগত জানায় সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয়। ইসলাম ও অন্যান্য ধর্মের প্রতীক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সম্মানহানি না করা ওপর জোর দিয়ে সৌদি আরব নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে।সম্প্রতি একটি টিভি বিতর্কের অনুষ্ঠানে মহানবী মুহাম্মদ সা.-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নূপুর শর্মাকে মুখপাত্রকে পদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিজেপি। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এমন মন্তব্যের তীব্র জানায় সৌদি আরবসহ কুয়েত, কাতার, ইরানসহ উপসাগরীয় দেশগুলো।
এদিকে কাতার ও কুয়েতে ভারতের রাষ্ট্রদূতদের তলব করে চিঠি দিয়ে আপত্তিকর মন্তব্যের নিন্দা জানানো হয়। এদিকে মুসলিম দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এক বিবৃতিতে জানায়, ‘ভারতে ইসলাম ও মুসলিমদের প্রতি নিয়মতান্ত্রিক তীব্র ঘৃণা ও দুর্ব্যবহার অনুশীলনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করা হয়েছে।’ মহানবী সা.-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের নিন্দা জানান গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) এর মহাসচিব নায়েফ ফালাহ আল হাজরাহ। তিনি সব নবী-রাসুল এবং ধর্মীয় ব্যক্তিত্ব ও চিহ্নাবলির অবমাননা ঘটে এমন কার্যক্রমকে প্রত্যাখ্যান করেন। ধর্ম ও বিশ্বাসের অবমূল্যায়নে প্ররোচিত করে এমন কার্যকলাপ বন্ধে গুরুত্বারোপ করেন তিনি। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে ওই মন্তব্যকে ‘প্রকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করে বলা হয়, এ ধরনের আচরণ পুরো বিশ্বকে ধ্বংসাত্মক সংকট ও রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে সাহায্য করে।