আপনজন ডেস্ক: কিছুদিন আগে দেশের শীর্ষ শিল্পপতি গৌতম আদানি বিশ্ব বাংলা সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যে বিনিয়োগের কথা বলেছিলেন। সব মিলিয়ে বিশ্ব বাংলা সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে সেসময় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন রাজ্যের তরেফে শিল্পগোষ্ঠীদের যাবতীয় সহযোগিতা করা হবে। এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে এল রাজ্য সরকার। আদানি গোষ্ঠীকে রাজ্যে জমি দেওযার জন্য সিলমোহর পড়ল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। সোমবার নবান্নে বৈঠকের পর আদানি গোষ্ঠীকে সল্টলেকে জমি দেওয়ার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদানি গোষ্ঠী রাজ্য সরকারের দেওয়া জমির উপর ডেটা সেন্টার গড়বে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। আদানি এন্টারপ্রাইজ বেঙ্গল টেক ডেটা সেন্ট্রাল পার্ক হিডকোর কাছে জমি চেয়েছিল। সল্টলেক সেক্টর ফাইভের সিলিকন ভ্যালির ফেজ–৩–এ জমি দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আদানি গোষ্ঠীতে সল্টলেকে ৫১.৭৫ একর জমি দেবে রাজ্য। এর ফরে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও এই প্রকল্পে আদানি গোষ্ঠী কবে থেকে কাজ শুরু করবে তা জানা যায়নি।
বিশ্ব বাংলা সম্মেলনে মুখ্যমন্ত্রী খড়গপুরে সাইকেল হাব করার কথা বলেছিলেন। এদিন পার্থ জানান, দুর্গাপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব করা হবে। সেই সঙ্গে জানান, ‘ডাব্লুবিলআইডিসি ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি দেওয়ার জন্য রেকমন্ড করে চারটি সংস্থাকে।ইউনিরক্স নামে একটি সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পাঁচ একর জমি দেওয়া হচ্ছে। তারা ১০ কোটি টাকা বিনিয়োগ করে সাইকেল তৈরির কারখানা করবে। সেখানে ১৫০ জনের চাকরি হবে। এছাড়া, মিলাপ সাইকেলস, লুনা টায়ারস ও ক্রিমটন ইন্ডাস্ট্রিজকে পাঁচ একর করে জমি দেওয়াও হচ্ছে। তারা বিনিয়োগ করবে ১০ কোটি টাকা করে। রাজ্য মন্ত্রিসভা এই সব শিল্পগোষ্ঠীকে জমি দেওয়অর অনুমোদন দেওআয় তা বাস্তবায়িত হলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct