আপনজন ডেস্ক: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার যখন জেরবার তখন পশ্চিমবঙ্গ পাবালিক সার্ভিস কমিশন পরচিালিত মিসলেনিয়াস মেইন পরীক্ষা ২০১৯-এর ফল প্রকাশ নিয়ে বেনিয়মের অভিযোগ উঠল। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি রদ করার পাশাপাশি আরও কয়েকজনের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, তাদের প্রাপ্ত বেতনও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন নিয়ে যখন রাজ্য সরকারের ল্যাজে গোবরে অবস্থা তখন রাজ্য সরকারি কর্মচারী নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। সোমবার তিন বছর পর পশ্চিমবঙ্গ সরকারের মিসলেনিয়াস ২০১৯-এর মেইন পরীক্ষার ফল প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। তাতে দেখা যায় সাধারণ ও ওবিসি সংরক্ষিতদের কাট অফ মার্কস একই। সংরক্ষিত ও অসংক্ষিতদের কাট অফ মার্কসের কোনও ফারাক না থাকায় ফের বেনিয়মের অভিযোগ উঠল। অভিযোগ, ২০১৯ মেইন পরীক্ষার যে ফল প্রকাশিত হয়েছে সোমবার তাতে ১৬৯৬ জনকে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে কাট অফ মার্কস নিয়ে। পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ ক্যাটেগরির কাট অফ মার্কস ২৪৮ আর ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটেগরি প্রার্থীদের কাট অফ মার্কসও ২৪৮রাখা হয়েছে। অথচ সংরক্ষিত প্রার্থীরা যদি সাধারণ প্রার্থীদের সমান নাম্বার পায় েসক্ষেত্রে তাদেরকে সাধারণ ক্যাটেগরি হিসেবে গণ্য করার কথা। ফলে ফের বেনিয়মের অভিযোগ উঠেছে পিএসসির বিরুদ্ধে।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে সংরক্ষিত প্রার্থীরা বেশি নম্বর পেলে তা জেনারেল ক্যাটাগরির আসন পাওয়ার যোগ্য। এ বিষয়ে গত এপ্রিল মাসে বিচারপতি এমআর শাহ এবং বিভি নাগারত্নের গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বিএসএনএল-এর নিয়োগ মামলায় নির্দেশ দেয়, সাধারণ ক্যাটেগরির সর্বশেষ সফল প্রার্থীর সমান বা বেশি নম্বর পাওয়া দুই ওবিসি প্রার্থী অলোক কুমার যাদব এবং দীনেশ কুমারকে সাধারণ ক্যাটেগরি হিসেব অন্তর্ভুক্ত করতে হবে। ফলে, পিএসসি মিসলেনিয়াস ২০১৯-এর যে তালিকা প্রকাশ করেছে তা নিয়ে স্বভাবতই বেনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। পিএসসির বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লিখিত মেইন পরীক্ষায় সফল হয়েছে ১৬৯৬ জন প্রার্থী। এদের মধ্যে সাধারণ ক্যাটেগরিতে রয়েছেন ৮০২ জন, ওবিসি-এ ক্যাটেগরিতে ১৯৬জন, ওবিসি-বি ক্যাটেগরিতে ২৭১ জন, এসসি ৩৪০, এসটি ৮৭জন। সেই সঙ্গে জানানো হয়েছে, লিখিত পলীক্ষায় ৪৫০ নম্বরের মধ্যে সাধারণ ক্যাটেগরির কাট অফ মার্কস ২৪৮, ওবিসি-এ ও এবিসি-বি ক্যাটেগরির কাট অফ মার্স ২৪৮, এসসি ২৪৫, এসটি ২০৭। উল্লেখ্য, রাজ্যে সরকারি চাকরিতে নিয়ম অনুযায়ী ১০ শতাংশ ওবিসি-এ ও ৭ শতাংশ ওবসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত। সে হিসেবে ওবিসি-এ ক্যাটেগরির তুলনায় ওবিসি-বি ক্যাটেগরির বেশি প্রার্থীরা কীভাবে সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি ওবিসি-িএ ও ওবিসি-বি ক্যাটেগরি প্রর্থীরা সাধারণের সমান নম্বর পেয়েছে সাধারণ্ ক্যাটেগরির সফল তালিকায় স্খান না পাওয়ায় বেনিয়মের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস সেখ নুরুল হক টেরিফোনে ‘আপনজন’-কে বলেন, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কোনও সংরক্ষিত প্রার্থী সাধারণ প্রার্থীর সমান নম্বর পেলে তার নাম সাধারণ ক্যাটেগরির তালিকায় স্থান পাওয়া উচিত। তবে, সংরক্ষিত তালিকাভুক্তদের মধ্যে যারা বয়সের ছাড়ের সুবিধাপ্রাপ্ত তারাই কেবল সাধারণের সমান নম্বর পেলেও সাধারণ ক্যাটেগরির গণ্য হবে না। তবে সেখ নুরুল হক জানান, সাধারণ ক্যাটেগরির সমান বা তার ধেকে বেশি নম্বর পাওয়া ওবিসি-এ ও ওবিসি-বি প্রার্থীরা সাধারণ ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত না হলে বেনিয়মের অভিযোগ ওঠা স্বাভাবিক। সেক্ষেত্রে তারা আদালতের শরণাপন্ন হয়ে বিষয়টি রাজ্য সরকারের সংরক্ষণ নীতি প্রয়োগের দাবি জানাতে পারেন। আদালত সেক্ষেত্রে যথাযথ নির্দেশ দিতে পারে সংরক্ষণ নীতি বাস্তবায়নে। এ বিষয়ে অবশ্য পিএএসসির বর্তমান চেয়ারম্যানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, পিএসএসির মিসলেনিয়াস ২০১৯-এর প্রিলি পরীক্ষাটি হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ এবং মেইন পরীক্ষাটি হয়েছিল ২০২১-এর ১৪ ফেব্রুয়ারি। আর তার ফল প্রকাশিত হল সোমবার ৬ জুন, ২০২২।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct