আপনজন ডেস্ক: দেশের পূর্ব উপকূলে স্বল্পপাল্লার আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রবিবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে একযোগে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে বার্তা সংস্থা এসব তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সেনা মহড়া শেষ হওয়ার এক দিনের মাথায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। চার বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো এ দ্বিপক্ষীয় মহড়ায় এক লাখ টন ওজনের পরমাণু পরিচালিত একটি মার্কিন বিমান অংশ নিয়েছিল। এক সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি বলেন, উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা যায় না। গবেষণা প্রতিষ্ঠান জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের বিশেষজ্ঞ মাইকেল ডুইটসম্যান বলেন, এযাবৎকালে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct