আপনজন ডেস্ক: ১৯৮৯ সালের জুন মাসে শিক্ষার্থীরা বেইজিং, চিন মধ্যে গণতন্ত্রের প্রতিবাদ করেছিল। চিনা সরকার তিয়ানানম্যান স্কয়ারে সেনা ও ট্যাংক পাঠায়। ছাত্র বিক্ষোভকারীদের নিষ্ঠুরভাবে গণহত্যা করা হয়।১৯৮৯ সালের এপ্রিল মাসে সাবেক কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল হু ইয়াওয়াংয়ের শোক প্রকাশের প্রেক্ষাপটে এই বিক্ষোভ শুরু হয়। চীনের তিয়ানানমেন স্কয়ার গণহত্যার ৩৩তম বার্ষিকী স্মরণে তাইওয়ানে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। ১৯৮৯ সালে বেইজিংয়ে চীনের গণতন্ত্রের জন্য লড়াই করার সময় যারা মারা গিয়েছিল তাদের স্মরণে সেখানে তিন মিটার লম্বা ‘পিলার অফ শেইম’ নামের প্রতীকি মূর্তি উন্মোচন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct