আপনজন ডেস্ক: টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে নবী হজরত মুহাম্মদ সা.-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে। বিজেপি বলেছে যে আমরা সমস্ত ধর্ম এবং তাদের উপাসকদের সম্মান করি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং একটি চিঠি দিয়ে বলেছেন, বিজেপি এমন একটি দল যা সকল ধর্মকে সম্মান করে। দলের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের হাজার বছরের ইতিহাসে প্রতিটি ধর্মেরই বিকাশ ঘটেছে। যে কোনো ধর্মের কোনো ধর্মাবলম্বী ব্যক্তির অবমাননার তীব্র নিন্দা করে বিজেপি। দলটি এমন আদর্শের ঘোর বিরোধী যা কোন সম্প্রদায় বা ধর্মকে অবমাননা করে। বিজেপি এমন কোনো আদর্শ প্রচার করে না। উল্লেখ্য, নূপুর শর্মার আপত্তির মন্তব্যকে কেন্দ্র করে কানপুরে সহিংসতার ঘটনা ঘটেছে। এখানে বন্ধ ডাকে মুসলিম সংগঠনগুলো। সহিংসতা থামাতে সেখানে ব্যাপক পুলিশ মোতয়েন করা হয়েছে।
অন্যদিকে, মুসলিমদের পবিত্র পয়গম্বর হজরত মুহাম্মদ সা-কে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা আপত্তিকর মন্তব্য করায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কাতার ও কুয়েত সরকার। ওই মন্তব্যের জেরে আরব দুনিয়া সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। কাতার ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তলকে বলেছে, এই মন্তব্যের জন্য কাতার ভারত সরকারের কাছ থেকে জনসাধারণের কাছে ক্ষমা এবং অবিলম্বে নিন্দা আশা করছে। রাষ্ট্রদূতকে বলা হয়েছে, বিনা শাস্তিতে এই ধরনের ইসলামবিদ্বেষী মন্তব্য চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া মানবাধিকার সুরক্ষার জন্য একটি গুরুতর বিপদের কারণ। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু কাতার সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানির সঙ্গে সাক্ষাৎ করার মাঝে কাতারে নিন্দার ঝড় উঠেছে। কুয়েতের পক্ষ থেকে দাবি করা হয়, এই প্রতিকূল বক্তব্যের জন্য জনসাধারণের কাছে ক্ষমা চাওয়া উচিত। ইরানও তেহরানে এ বিষযে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে বলে সূত্রের খবর। তবে, কাতারে ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল জানিয়েছেন, যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, তা ভারত সরকারের অবস্থান নয়। ভারতের মতাদর্শ নয়। আর যারা সেই অবমাননাকর মন্তব্য করেছিলেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct