নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: হজরত মুহাম্মদ সা.-এর বাণী “পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক” বার্তা নিয়ে রবীন্দ্র সরোবর কলকাতা ময়দানে সাফাই অভিযান পালন করল ছাত্রসংগঠন এসআইও পশ্চিমবঙ্গ শাখা। সারা রাজ্যজুড়ে ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত পরিবেশ দূষণ রোধ ও বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ পরিবেশ সচেতনতা অভিযান চালাচ্ছে এসআইও। সেই উপলক্ষ্যে সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল ওয়াকিলের নেতৃত্বে রবীন্দ্র সরোবর এবং কলকাতা ময়দান পরিষ্কার কর্মসূচি গ্রহণ করা হয়। এই দুই স্থানে পড়ে থাকা বর্জ্য পদার্থ, প্লাস্টিক ইত্যাদি তুলে নির্দিষ্ট জায়গায় জমা করে সংগঠনের সদস্যরা। এই সাফাই অভিযানে সামিল হয়ে সংগঠনের সদস্য মাসুদুর রহমান বলেন, “আবহাওয়ার খামখেয়ালিপনা ও প্রাকৃতিক বিপর্যয়ের মূল কারণ পরিবেশ দূষণ এবং নির্বিচারে গাছ কাটা। আমরা মুহাম্মদ (স.) এর নির্দেশিত পথে সমাজকে সচেতনার লক্ষ্যে ক্যাম্পেইন পরিচালনা করছি।” উদ্যোক্তারা বলেন, রাজ্যজুড়ে সাফাই অভিযান, সেমিনার অব্যাহত। এই সাফাই অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন আসিফ ইকবাল, মিজানুর রহমান, আব্দুল ফাতেও প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct