এহসানুল হক, বসিরহাট, আপনজন: প্রায় কয়েক বছর ধরে বসিরহাট উত্তর বিধানসভা বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে যায় বৃষ্টি হলেই। এলাকার মানুষ বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। দিনের পর দিন এলাকার অসাধু মাছ ব্যবসায়ীদের পুকুর খননের ফলে এই সমস্যা রয়েই গিয়েছে। বৃষ্টির জলে বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে চাষের জমি থেকে শুরু করে বাড়ির ভিতরে জল ঢুকে যায়। সেই দিকে লক্ষ্য রেখে বসিরহাট দু’নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তর ও পঞ্চায়েতের সহ সীরাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বিধায়ক রফিকুল ইসলাম ও রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রচেষ্টায় সেই সমস্যা সমাধান হতে শুরু হয়েছে। শনিবার মমিনপুর থেকে ভাটকিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার জল নিকাশি খালের খননের কাজের শুভ সূচনা হলো। এই শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বসিরহাট দু’নম্বর ব্লকের বিডিও জয়দীপ চক্রবর্তী, মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বসিরহাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সরোজ ব্যানার্জি, বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর বাছাড়, স্বপ্না বাছাড় ছাড়াও একাধিক নেতৃত্ব। এদিন নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন বিডিও থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়করা বলেন, আমরা বহুবার চেষ্টা করেছি এই জল নিকাশি ব্যবস্থার সমাধান করতে, কিন্তু কোন না কোন সময় সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। আজ ভালো লাগছে গ্রামের মানুষের উদ্যোগ ও রাজেন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় জল নিকাশি ব্যবস্থা কে উন্নতি করতে খাল খননের শুভ উদ্বোধন হচ্ছে। আমরা চাই এই এলাকায় জল আর না জমুক। বহু মানুষের বছরের পর বছর বৃষ্টি আসলেই ক্ষতি হয় ।যাতে এই ক্ষতি না হয় সেই জন্যই এই ব্যবস্থা। এদিন বসিরহাট দু’নম্বর ব্লকের যুব সভাপতি সমীর বাছাড় বলেন, আমরা বহুবার চেষ্টা করেছি এই সমস্যার সমাধান করতে, কখনো গিয়েছি জেলা শাসকের দপ্তরে, কখনো গিয়েছি বিডিও অফিসে। পাশাপাশি আমাদের তৃণমূল নেতৃত্বের কাছে। অবশেষে তাদের অক্লান্ত প্রচেষ্টায় আজ এই খননের কাজ শুরু হয়েছে, এই খাল খননের কাজ হলে এই এলাকার মানুষ বন্যার হাত থেকে রেহাই পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct