রাকিবুল ইসলাম, বহরমপুর, আপনজন: শুক্রবার প্রকাশিত হল এইবছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হয়েছিল। ৭ইমার্চ। প্রায় ৭৯ দিনের মাতায় প্রকাশিত হল ফলাফল। আর রাজ্য মাধ্যমিকের মেধা তালিকায় ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম ও জেলায় প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের বহরমপুরের ছাত্র শুভ্র দত্ত। গোরাবাজার আই সি আই স্কুলের ছাত্র সে। করোনা পরিস্থিতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাবার। কিন্তু তারপরেও ভেঙে পড়েনি শুভ্র। বাবার স্বপ্নপূরনের লক্ষ্যে কঠোর জেদ ও অধ্যবসায়ের ফল শুভ্রর দত্তর হাতে।’ সে জানায় সব বিষয়ই সে আগ্রহের সাথে পড়ত। বাধাধরা কোনো সময় বেধে পড়াশোনা করেনি। তবে এবার সায়েন্স নিয়ে পড়াশোনা করে বাবার স্বপ্নম পূরনে চিকিৎসক হওয়ার লক্ষ্যেই এগিয়ে যেতে চায় শুভ্র দত্ত।ছেলের এত ভাল রেজাল্টে খুশি ও গর্বিত মা মৌমিতা দত্ত। রাজ্য প্রথম স্থান অধিকার করেছে শুভ্র দত্ত এই খবর পেয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান। এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct